চিন জানিয়েছে ইন্দো - পাক সম্পর্কে তারা নজর রাখছে৷ পাকিস্তানের দাবিকে তারা সমর্থন করে৷ তাঁরা জানিয়েছে, এই পরিস্থিতি দুই দেশেরই শান্তি নষ্ট করছে৷ পহেলগাঁও হামলার পর আমেরিকা-সহ পশ্চিমের দেশগুলি ঘটনার নিন্দায় সরব হয়েছিল৷ অনেকেই মনে করছেন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মধ্যে দিয়ে যে ইকনমিক করিডরের৷ নিরাপত্তার জন্য এই তৎপরতা চিনের৷ অন্যদিকে আমেরিকার সঙ্গে বাণিজ্য যুদ্ধ নিয়ে হয়রান চিন৷ সেই কারণেও এশিয় দেশগুলির সঙ্গে জোট বাঁধতে উদ্যত তারা৷ তাই চিনের এই তৎপরতা মনে করছেন অনেকে৷