Last Updated : বিদেশ Siliguri News : ফের দুষ্কৃতীদের টার্গেট রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম। জলপাইগুড়ির পর এবার শিলিগুড়িতে ATM লুট। শিলিগুড়ির চম্পাসারি মোড়ে ২টি ATM লুট। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বুথে থাকা ২টি ATM লুট। গত সপ্তাহেই জলপাইগুড়ির ময়নাগুড়িতে ATM লুট! শিলিগুড়ির ATM লুটে কি জলপাইগুড়ির গ্যাংই! তদন্তে নেমে অনুমান প্রধাননগর থানার পুলিশের। জলপাইগুড়ির ময়নাগুড়ির ATM লুটে জালে ৪। ময়নাগুড়ির ATM লুটে এখনও ফেরার ১। একই চক্রই কি জড়িত কিনা তদন্তে পুলিশ। শিলিগুড়িতে ATM ভেঙে সাড়ে ১০ লক্ষ টাকা লুট!