
যখন কেউ প্রেমে পড়ে, তখন সুন্দর স্বপ্ন দেখে। আপনি হয়তো দেখেছেন, কিন্তু জীবনের দৌড়ঝাঁপে সেই স্বপ্নগুলো কোথাও যেন হারিয়ে যায়। এই ব্যস্ততার মধ্যে একটা গান গত ৪৬ বছর ধরে কাপলদের রোম্যান্টিক স্বপ্ন দেখতে শেখাচ্ছে। আমরা ১৯৮১ সালে মুক্তি পাওয়া ফিল্ম ‘লভ স্টোরি’-র গান ‘দেখো ম্যানে দেখা হ্যায় এক সপনা’-র কথা বলছি, যেটা লতা মঙ্গেশবকর আর অমিত কুমার গেয়েছিলেন। এর লিরিক্স আনন্দ বক্সী লিখেছিলেন। বলা হয়, ফিল্মের লিড স্টার বিজেতা পন্ডিত আর কুমার গৌরব বাস্তব জীবনেও একে অপরের প্রেমে পড়ে গিয়েছিলেন। তাঁরা বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু কুমার গৌরবের বাবা রাজেন্দ্র কুমার এই বিয়ের বিরুদ্ধে ছিলেন।