
Lok Sabha Election 2024 : রাত পোহালেই সপ্তম দফার লোকসভা নির্বাচন। শেষ দফার ভোটে আরও সতর্ক কমিশন। ৬ দফার ভোট মোটের উপর শান্তিপূর্ণ। নির্বিঘ্নে সপ্তম দফার ভোট চায় কমিশন। ৯ কেন্দ্রের ভোটে ১০ হাজার কেন্দ্রীয় বাহিনী। আজ থেকেই পথে কুইক রেসপন্স টিম। ৯ কেন্দ্রের ভোটে ৩৩ হাজার ২৯২ রাজ্য পুলিশ। এদিকে ভোটের আগে হঠাৎ তীব্র চাঞ্চল্য খড়দহতে। কী ঘটেছে দেখতে ছুটে আসছেন আশেপাশের মানুষ। আর দেখেই আঁতকে উঠছেন। এমন কাণ্ড দেখে ভয়ে আতঙ্কে এলাকাবাসী। ভোটে কী তবে বড় অশান্তির ইঙ্গিত? দেখুন ঠিক কী হয়েছেন খড়দহের বিজেপি নেতার বাড়ির বাইরে। শেষ দফার ভোটের আগেই প্রস্তুতি তুঙ্গে রাজ্যে। গোটা দেশের পাশাপাশি রাজ্যেও শনিবার হাই ভোল্টেজ সপ্তমী। আর ভোটের এই অন্তিম দিন ভোটপর্ব নির্বিঘ্নে সাঙ্গ করতে মরিয়া প্রশাসন। রাজনৈতিক দলের নেতা নেত্রীদের মধ্যেও ভোট নিয়ে উত্তাপ তুঙ্গে।
Last Updated: May 31, 2024, 18:10 ISTRukmini Maitra: কলকাতার রাস্তা জুড়ে অভিনেত্রী রুক্মিণী মৈত্রের জন্য 'পাত্র চাই'-এর বিজ্ঞাপন!
Last Updated: November 26, 2025, 10:44 ISTপিতৃশোকে কাতর ববি-সানির সঙ্গে দেখা করতে এলেন কারা কারা? দেখুন ভিডিও
Last Updated: November 26, 2025, 10:42 ISTঅযোধ্যায়ের আকাশে ‘ধ্বজাত্তোলনে’ কার্যত আবেগতাড়িত মোদি। জানিয়ে দিলেন, ”শতাব্দীপ্রাচীন ক্ষত আজ নিরাময় হল। তাঁর কথায়, আগামী কয়েকশো বছর ধরে উড়বে এই নিশান।" বেলা ১১টা ৫০ নাগাদ শুরু হয় ধ্বজারোহণ পর্ব। ধীরে ধীরে নীচ থেকে মন্দিরে সর্বোচ্চ চূড়া পর্যন্ত উঠে যায় গেরুয়া ধ্বজা। গোটা প্রক্রিয়ার সময়ে আবেগঘন চোখে ধ্বজার দিকে তাকিয়ে থাকতে দেখা যায় প্রধানমন্ত্রী মোদিকে
Last Updated: November 25, 2025, 17:49 ISTবিয়ের মরশুম শুরু হতেই সুখবর! এবার ছাদনাতলায় জাদুকর পিসি সরকারের কন্যা মৌবনি সরকার। জোরকদমে চলছে বিয়ের প্রস্তুতি। আইবুড়ো ভাত দিয়ে শুরু, শেষ হবে পিসি সরকারের ম্যাজিক দিয়ে! কিন্তু পাত্রটি কে? সেই নিয়েই তোলপাড়! আগামী ৩০ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মৌবনি। পাত্র চন্দননগরের সৌম্য রায়। শনিবার সরকার বাড়িতে আইবুড়ো ভাত হল মৌবনির। তিন মেয়ের একসঙ্গে বিজ্ঞাপন দিলেও এক মেয়েই আপাতত বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন।
Last Updated: November 23, 2025, 20:31 ISTএই অনুষ্ঠানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে, যেখানে ঐশ্বর্য রাই বচ্চন মঞ্চে উঠে সরাসরি প্রধানমন্ত্রী মোদির কাছে হেঁটে যান। এরপর তিনি প্রণাম করে তাঁর পা ছুঁয়েছেন। প্রধানমন্ত্রী মোদি প্রথমে ঐশ্বর্য সামনে হাত জোড় করেন তারপর তাঁর মাথায় হাত রেখে আশীর্বাদ করেন। এই ভিডিওটি ভাইরাল হয়েছে।
Last Updated: November 19, 2025, 20:33 IST