কল্যাণী বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে পালিত হলো নারকেল দিবস। আয়োজনে অংশ নেন রাজ্য সরকারের নারকেল উন্নয়ন পর্ষদের কর্মকর্তারা, বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যার অধ্যাপকরা এবং কৃষি বিশেষজ্ঞরা। মূল আলোচ্য বিষয় ছিল রাজ্যে ক্রমশ হ্রাসমান নারকেল চাষের প্রবণতা ও তার প্রতিকার। একসময় গ্রামবাংলার প্রায় প্রতিটি বাড়ির উঠোনে দেখা যেত নারকেল গাছ। কিন্তু বর্তমানে সেই দৃশ্য বিরল। বিশেষজ্ঞদের মতে, নানা কারণে রাজ্যে নারকেল চাষের সংখ্যা ক্রমাগত কমছে। দক্ষিণ ভারতের মতো নারকেল বাগান এখন পশ্চিমবঙ্গে আর নেই বললেই চলে।