Spring Alert: এটা কী সত্যিই শীতের বিদায়! বসন্ত এবার এল বলে, নাকি দুদিন পরেই ফের ফিরবে ঠান্ডার ছোবল, ওয়েদার আপডেট
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Spirng Alert: কমেছে তীব্র শীতের দাপট, তবে কুয়াশার হাত থেকে মিলছে না রেহাই!
advertisement
1/6

পুরুলিয়া,শর্মিষ্ঠা ব্যানার্জি: ধীরে ধীরে তাপমাত্রার পারদ বৃদ্ধি পাচ্ছে। শীত বিদায়ের সময় চলে এসেছে তা বোঝাই যাচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হলেও কুয়াশার প্রভাব দেখা যাচ্ছে।
advertisement
2/6
দক্ষিণের একাধিক জায়গায় তাপমাত্রা পারদ বেড়েছে এক ধাক্কায়। শীতের প্রভাব কিছুটা কমেছে দক্ষিণের বেশিরভাগ জায়গায়। জেলা পুরুলিয়াতেও বেড়েছে তাপমাত্রার পারদ। জানুয়ারি শেষ দিকে শীতের প্রভাব আরও খানিকটা কমবে এমনটাই পূর্বাভাস মিলেছে।
advertisement
3/6
এইদিন জেলা পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১১ ডিগ্রি সেলসিয়াস। আদ্রতা রয়েছে ৭৯ ডিগ্রি। বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারে নেই বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। সোমবার তাপমাত্রার পারদ বেশ খানিকটা বেশি ছিল। বিগত বেশ কিছু দিনের মধ্যেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখি হচ্ছে।
advertisement
4/6
শীত কমলেও কুয়াশার চাদরে ঢাকা থাকবে দক্ষিণের বেশিরভাগ জেলা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভোগাবে ঘন কুয়াশা। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলায় কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে। এছাড়া অন্যান্য জেলাগুলিতে ভোরের দিকে হালকা কুয়াশার প্রভাব থাকবে।
advertisement
5/6
উত্তরে জেলাগুলিতে শীতের আমেজ রয়েছে ভরপুর। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। কুয়াশার সতর্কতা জারি রয়েছে। আপাতত তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। কনকনে শীতের প্রভাব না থাকলেও জমিয়ে শীতের অনুভূতি হচ্ছে।
advertisement
6/6
পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়ার গতি বাধা পাচ্ছে। আর কমছে উত্তুরে হাওয়ার দাপট। তাইতো ধীরে , ধীরে তাপমাত্রার পারদ বৃদ্ধি পাচ্ছে। তবে এই মুহূর্তেই গরমের অনুভূতি হবে না। হালকা থেকে মাঝারি শীতের প্রভাব থাকবে দক্ষিণের সব জায়গাতেই।Input- Sharmistha Banerjee
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Spring Alert: এটা কী সত্যিই শীতের বিদায়! বসন্ত এবার এল বলে, নাকি দুদিন পরেই ফের ফিরবে ঠান্ডার ছোবল, ওয়েদার আপডেট