South 24 Parganas News: প্রত্যন্ত এলাকাতেই বিরাট আয়োজন! সুন্দরবনে বসেছে কৃষি প্রদর্শনী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ মেলা, শুরু থেকেই ভিড়
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
South 24 Parganas News: শীতের আবহে সুন্দরবনে অন্যরকম আয়োজন। কৃষি প্রদর্শনী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ মেলা দেখতে ভিড়।
advertisement
1/6

এই প্রত্যন্ত এলাকায় জীবন সংগ্রাম হিসেবে প্রতিনিয়ত বাঘে-মানুষে লড়াই লেগেই আছে। তারই মধ্যে এখানকার কৃষকরা ঘাম ঝরানো পরিশ্রমের মধ্য দিয়ে সোনার ফসল ফলিয়ে ঘরে তুলছেন। এবার সেটাই কৃষি প্রদর্শনীর মাধ্যমে অন্য কৃষকদের উদ্বুদ্ধ করছে। (ছবি ও তথ্যঃ সুমন সাহা)
advertisement
2/6
এই কৃষি প্রদর্শনী দেখতে মধ্য গুড়গুড়িয়া ভাষা পাঁচ মাথায় উপচে পড়া ভিড় ছিল। কুলতলী কৃষি সম্প্রসারণ আধিকারিকের ব্যবস্থাপনায় কুলতলী পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বিগত বছরগুলিতে এলাকার কৃষকদের উদ্বুদ্ধ করতে শীতের মরশুমে একাধিক অনুষ্ঠান ও কৃষি প্রদর্শনী হতে দেখা গিয়েছে।
advertisement
3/6
এবার নজর কাড়ছে রানী রাসমণি মিশনের কৃষি প্রদর্শনী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ মেলা। এলাকার কৃষকরা এতে যেমন উৎসাহিত হচ্ছেন, তেমনই ভাল কিছু করার প্রেরণাও পাচ্ছেন। সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে রানী রাসমণি মিশন।
advertisement
4/6
সুন্দরবনের এমনই প্রত্যন্ত এলাকাগুলিতে তাঁরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। আগামীদিনেও কিছু করার চিন্তাভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।
advertisement
5/6
প্রতিবছর এখানে প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে। এর ফলে এখানকার কৃষকরা সমস্যায় পড়েন। নদী ভাঙন কিংবা অতিবৃষ্টির মতো প্রাকৃতিক বিপর্যয়ে দীর্ঘদিনের পরিশ্রমের ফসল এক নিমেষে দফারফা হয়ে যায়। সেই পরিস্থিতিতে শেষ সম্বল আঁকড়ে ধরে বাঁচার প্রেরণা জোগান দেয় এই স্বেচ্ছাসেবী সংগঠন। তাঁদের সহযোগিতায় বাঁচার প্রেরণা পান এলাকার মানুষজন।
advertisement
6/6
সুন্দরবন লাগোয়া কুলতলির মৈপিঠ কোস্টাল গুড়গুড়িয়া ভুবনেশ্বরী দেউল বাড়িতে বাঘ, কুমিরে আক্রান্ত কিংবা পিছিয়ে পড়া জনজাতির আর্থসামাজিক উন্নতি সাধনে নিরলস পরিশ্রম করছে এই সংগঠন। সমাজের এবং কৃষকদের কল্যাণে সারা বছর ধরে এমনই উন্নয়নমূলক কর্মকাণ্ড করে থাকেন তাঁরা। তাঁদের প্রচেষ্টায় যেমন একদিকে হাজার হাজার ফল ও ফুলের বাগান, সবজির বাগান তৈরি হচ্ছে, তেমনই ম্যানগ্রোভও রক্ষা করে চলেছেন তাঁরা। (ছবি ও তথ্যঃ সুমন সাহা)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: প্রত্যন্ত এলাকাতেই বিরাট আয়োজন! সুন্দরবনে বসেছে কৃষি প্রদর্শনী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ মেলা, শুরু থেকেই ভিড়