TRENDING:

Purulia News: মোবাইলের যুগে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য! টুসু পরবের আগে উধাও চেনা ছবি, চৌডল বিক্রেতারা হতাশ

Last Updated:
Purulia News: মানভূমের সবথেকে বড় পরব মকর সংক্রান্তি তথা টুসু পরব। একমাস ধরে মহা ধুমধামের সঙ্গে এই উৎসব চলে। তবে বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় গ্রাম বাংলার ঐতিহ্য যেন হারিয়ে যাচ্ছে।
advertisement
1/6
টুসু পরবের আগে উধাও চেনা ছবি! চৌডল বিক্রেতারা হতাশ
জঙ্গলমহলের লোকসংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ মকর বা টুসু পরব। এই টুসু পরবকে কেন্দ্র করে মেতে ওঠে আপামর জঙ্গলমহলবাসী। ‌তবে আধুনিকতার ছোঁয়ায় ঐতিহ্য হারাচ্ছে জঙ্গলমহলের টুসু। একেবারে শেষ মুহূর্তে চৌডল কিনে ঘরে ফিরতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে গ্রামবাসীদের। (ছবি ও তথ্যঃ শর্মিষ্ঠা ব্যানার্জি)
advertisement
2/6
বর্তমানে বেশিরভাগ জায়গায় চৌডল কেনা শুধু নিয়মরক্ষা হয়ে দাঁড়িয়েছে। পুরুলিয়ার আড়ষা হাট, বড় হাট, ঝালদা হাট, তুলিন হাট সহ বিভিন্ন হাটে একেবারে শেষ মুহূর্তে চৌডল বিক্রি হতে দেখা যাচ্ছে। তবে অতিরিক্ত দামের কারণে অনেকেই শুধুমাত্র নিয়মরক্ষা করতে গিয়ে ঘরে নিয়ে যাচ্ছে চৌডল।
advertisement
3/6
এছাড়াও আধুনিক যুগে শিক্ষিত সমাজ মোবাইলের নেশায় আসক্ত। তাই বর্তমান প্রজন্মের কাছে টুসু পরবের কদর কমছে, চৌডল প্রস্তুতকারকেরা এমনটাই মনে করছেন। তাই তাঁদের বিক্রিতেও ভাটা পড়ছে।
advertisement
4/6
এই বিষয়ে ঋতম মাহাতো নামে এক বিক্রেতা বলেন, আগে এই চৌডল কিনতে বিভিন্ন হাটে একমাস ব্যাপী ভিড় জমাতেন জঙ্গলমহলের মানুষজন। ‌ অনেক বড় বড় চৌডল বিক্রি হত। কিন্তু এখন শুধু নিয়মরক্ষা করতে মানুষ চৌডল কিনছে। তাতে তাঁদের বিক্রি অনেকটাই কমেছে।
advertisement
5/6
এই বিষয়ে চৌডল কিনতে আসা ক্রেতা ডলি ও যশোদা বলেন, মকর সংক্রান্তি পুজোর জন্য তাঁরা চৌডল কিনতে এসেছেন। কিন্তু বর্তমানে চৌডলের দাম অনেক বেড়ে গিয়েছে। ‌আগে যেগুলি ৪০০-৫০০ টাকা দামে কিনতেন, এখন সেসব চৌডল ৮০০-১০০০ টাকা দামে কিনতে হচ্ছে। দাম বেড়ে যাওয়ার ফলে তাঁরাও ছোট চৌডল কিনে নিয়ে যাচ্ছেন।
advertisement
6/6
মানভূমের সবথেকে বড় পরব মকর সংক্রান্তি তথা টুসু পরব। একমাস ধরে মহা ধুমধামের সঙ্গে এই উৎসব চলে। তবে বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় গ্রাম বাংলার ঐতিহ্য যেন হারিয়ে যাচ্ছে। ‌বিজ্ঞানের এই যুগে তাই জঙ্গলমহলের সবচেয়ে বড় পরব টুসুতে চৌডলের বিক্রি কমেছে। তবুও জেলার শিল্প সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছেন শিল্পীরা। (ছবি ও তথ্যঃ শর্মিষ্ঠা ব্যানার্জি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Purulia News: মোবাইলের যুগে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য! টুসু পরবের আগে উধাও চেনা ছবি, চৌডল বিক্রেতারা হতাশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল