Maa Canteen : মা ক্যান্টিনে চালু হচ্ছে স্পেশাল মেনু, নয়া উদ্যোগ পুরুলিয়া পৌরসভার!
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
Purulia News: সাধারণ মানুষের ভরসা মা ক্যান্টিন, থাকবে স্পেশাল মেনুর আয়োজন, অভিনব পরিকল্পনা পৌরসভার!
advertisement
1/5

পুরুলিয়া: সাধারণ মানুষদের মধ্যে স্বল্পমূল্যে পুষ্টিকর খাবার তুলে দিতে রাজ্য সরকারের উদ্যোগে রাজ্য ব্যাপী বিভিন্ন জায়গাতে চলে মা ক্যান্টিন। পুরুলিয়া শহরে দুটি মা ক্যান্টিন চলে। একটি চলে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সদর ক্যাম্পাসে ও অপরটি চলে পুরুলিয়া শহরের ডাক বাংলোতে।
advertisement
2/5
প্রত্যেকদিন ৭০০ থেকে ৮০০ জন মানুষ এই মা ক্যান্টিনে দুপুরের খাবার গ্রহণ করেন। রোজ দুপুরে একটা থেকে দুপুর তিনটে পর্যন্ত মা ক্যান্টিন খোলা থাকে। এখানে মাত্র পাঁচ টাকার বিনিময়ে পাওয়া যায় ভাত, ডাল, সবজি ও ডিম।
advertisement
3/5
এই মা ক্যান্টিনের খাবারের গুণগত মান যাচাই করে দেখা হচ্ছে পুরুলিয়া পৌর প্রশাসনের পক্ষ থেকে। পুরুলিয়া সদর মহকুমা শাসক উৎপল কুমার ঘোষ সরজমিনে মা ক্যান্টিন প্রদর্শন করে দেখেন।
advertisement
4/5
এ বিষয়ে সদর মহকুমা শাসক উৎপল কুমার ঘোষ বলেন, বহু মানুষ এই মা ক্যান্টিনে খাবার গ্রহণ করেন প্রত্যেকদিন। পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে আপাতত মাসে একদিন ও পরবর্তীতে সপ্তাহে একদিন করে মা ক্যান্টিনে স্পেশাল মেনুর ব্যবস্থা করা হবে। যা মিলবে মাত্র পাঁচ টাকার বিনিময়ে। ডাকবাংলাতে চলা মা ক্যান্টিনে একটি শেডের প্রয়োজন রয়েছে। পৌরসভার পক্ষ থেকে সেই শেডের ব্যবস্থা করে দেওয়া হবে। এছাড়াও এখানে একটি শৌচাগারেরও ব্যবস্থা করা হবে পৌরসভার পক্ষ থেকে।প্রতীকী ছবি)
advertisement
5/5
সস্তায় পুষ্টিকর খাবার সাধারণ মানুষের মুখে তুলে দিতে রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জেলাতেই চলে মা ক্যান্টিন। পুরুলিয়া শহরেও দুটি মা ক্যান্টিন চলছে রাজ্য সরকারের উদ্যোগে। প্রতিদিন রুটি রুজির টানে বহু মানুষ পুরুলিয়া শহরে আসেন। তাদের পক্ষে শহরের অন্যান্য জায়গায় হোটেল বা রেস্তোরায় বেশি দামে দিয়ে খাবার কিনে খাওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই বহু মানুষ ভরসা করে থাকেন এই মা ক্যান্টিনের উপরে। আগামী দিনে মা ক্যান্টিনে স্পেশাল মেনু চালু হলে তাদের জন্য অনেকটাই ভাল হবে। পৌরসভার উদ্যোগে খুশি সাধারণ মানুষ।<strong>শর্মিষ্ঠা ব্যানার্জি</strong>
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Maa Canteen : মা ক্যান্টিনে চালু হচ্ছে স্পেশাল মেনু, নয়া উদ্যোগ পুরুলিয়া পৌরসভার!