Jhargram Weather Today: ঝাড়গ্রামে বসন্তেই গ্রীষ্মের দাপট! তড়তড়িয়ে বাড়ল পারদ, তাপমাত্রা কত জানলে কপালে উঠবে চোখ
- Published by:Madhab Das
- local18
Last Updated:
Jhargram Weather Today: ঝাড়গ্রামে কি এবার রেকর্ড ভাঙবে গরম? আচমকাই তড়তড়িয়ে বাড়তে শুরু করেছে জেলার তাপমাত্রা। শীতের আমেজ কাটিয়ে অরণ্যশহরে এখন ঘাম ঝরানো গরমের দাপট। আবহাওয়া দপ্তরের সর্বশেষ রিপোর্টে কত ডিগ্রি ধরা পড়ল ঝাড়গ্রামের পারদ? বিস্তারিত জানতে ক্লিক করুন।
advertisement
1/5

সর্বনিম্ন তাপমাত্রার পারদ এক ধাক্কায় চার ডিগ্রির বেশি বাড়ল ঝাড়গ্রামে। মাত্র কয়েক ঘণ্টাতেই এমন তাপমাত্রার পারদের হেরফের রীতিমতো অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে জঙ্গলমহলের অরণ্য সুন্দরীতে। প্রশ্ন উঠছে তাহলে কি ঝাড়গ্রাম থেকে বিদায় নিচ্ছে শীত?
advertisement
2/5
বুধবার সকালবেলা থেকেই ঝাড়গ্রামে সেই ভাবে ঠান্ডার আমেজ নেই। এদিন সকাল থেকে হালকা কুয়াশার দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই কুয়াশা উধাও হয়ে গিয়েছে। ফলে রোদের দেখা মিলেছে যথেষ্টভাবেই, আর তারই সঙ্গে সঙ্গে বাড়ছে গরম।
advertisement
3/5
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, বুধবার ঝাড়গ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল অর্থাৎ মঙ্গলবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। মাত্র কয়েক ঘণ্টাতেই ঝাড়গ্রামের আবহাওয়া সর্বনিম্ন তাপমাত্রায় ৪.২ ডিগ্রি সেলসিয়াসের পার্থক্য লক্ষ্য করা গেল। আবহাওয়া দফতরের আবহাওয়া সংক্রান্ত রিপোর্ট থেকে জানা গিয়েছে, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
4/5
ঝাড়গ্রামের আবহাওয়ার পূর্বাভাস প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতর যা জানিয়েছে তাতে বুধবার স্থান বিশেষে হালকা কুয়াশার দেখা মিললেও আগামীকাল বৃহস্পতিবার থেকে কুয়াশার দেখা নাও মিলতে পারে। পাশাপাশি শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে।
advertisement
5/5
আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানকারী বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে জানা যাচ্ছে, আপাতত আর কনকনে ঠান্ডার দেখা মিলবে না ঝাড়গ্রামে। আগামী কয়েকদিন সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী এবং একই রকম থাকবে বলেই আশা করা হচ্ছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Jhargram Weather Today: ঝাড়গ্রামে বসন্তেই গ্রীষ্মের দাপট! তড়তড়িয়ে বাড়ল পারদ, তাপমাত্রা কত জানলে কপালে উঠবে চোখ