TRENDING:

Ganga Sagar 2026: এবছর গঙ্গাসাগরে প্রথম আখড়া কিন্নরদের, নজর কাড়ছেন তলোয়ার রানি তানিশা

Last Updated:
মাঝে তিনবছর এখানে আসেননি তাঁরা। এবারে চেষ্টা চালিয়ে আখড়ার ব্যাপারটা তাঁরা নিশ্চিত করেছেন। এখানে মেলার ব্যবস্থাপনা দেখে বেশ উচ্ছ্বসিত কিন্নর সাধুরা। মেলা দেখে খুশি তানিশা, চারুলতার মত সকল কিন্নর সম্প্রদায়ের সাধু সন্তরা।
advertisement
1/5
এবছর গঙ্গাসাগরে প্রথম আখড়া কিন্নরদের, নজর কাড়ছেন তলোয়ার রানি তানিশা
গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: এবছর গঙ্গাসাগরে প্রথম আখড়া পেলেন কিন্নর সাধু-সন্ন্যাসীরা। আর প্রথম বারেই সকলের নজর কাড়েন তাঁরা। তাদের মধ্যে বিশেষ ভাবে নজর কাড়ছেন তলোয়ার রানি তানিশা।
advertisement
2/5
সাগরে নাগা সাধুদের দর্শন পাওয়া সাধারণ ব্যাপার। কিন্তু এবছর ছবিটা একটু ব্যাতিক্রমি। দেখা মিলছে কিন্নর সাধু-সন্ন্যাসীদের। এবছর মেলাই তাঁরাই সেলিব্রিটি। তাঁদের কারও পরনে লাল শাড়ি, আবার কেউ পরেছেন গেরুয়া বসন। সবার গলায় ও হাতে রুদ্রাক্ষের মালা। কপালে বড়ো লাল টিপ। হাতে ত্রিশূল ও ডমরু।  (Photo Courtesy: PTI)
advertisement
3/5
তাঁদের কাছে আখড়া পাওয়া বড় ব্যাপার। ঘর পেয়ে ভীষণ খুশি এই সন্ন্যাসিনীরা। এই সাধুদের দেখতেই ভিড় জমে যাচ্ছে মন্দির চত্বরে। কিন্নর সাধুদের দলে রয়েছেন ১৫ জন। তাঁদের নেতৃত্ব দিচ্ছেন গায়ত্রী নন্দ গিরি নামে এক কিন্নর। সারাবছর বিভিন্ন ধর্মস্থানে তাঁরা যান। কখনও উজ্জয়িনী, কিংবা বারাণসী তো কখনও আবার প্রয়াগরাজ। এবছর এসেছেন সাগরে‌‌।(Photo Courtesy: PTI)
advertisement
4/5
আগেও বেশ কয়েকবার গঙ্গাসাগর এসেছিলেন তাঁরা। মকর সংক্রান্তির স্নানের পর মেলা প্রাঙ্গণ প্রদক্ষিণ করে ফিরে যেতে হয়েছে। সমুদ্রের ধারে একরাত থেকেই চলে যেতে হত। আখড়া না পেয়ে এক প্রকার হতাশই ছিলেন এই কিন্নর সাধুরা। (Photo Courtesy: PTI)
advertisement
5/5
মাঝে তিনবছর এখানে আসেননি তাঁরা। এবারে চেষ্টা চালিয়ে আখড়ার ব্যাপারটা তাঁরা নিশ্চিত করেছেন। এখানে মেলার ব্যবস্থাপনা দেখে বেশ উচ্ছ্বসিত কিন্নর সাধুরা। মেলা দেখে খুশি তানিশা, চারুলতার মত সকল কিন্নর সম্প্রদায়ের সাধু সন্তরা। (Photo Courtesy: PTI)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Ganga Sagar 2026: এবছর গঙ্গাসাগরে প্রথম আখড়া কিন্নরদের, নজর কাড়ছেন তলোয়ার রানি তানিশা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল