TRENDING:

Birbhum News: ফেব্রুয়ারির মধ্যেই ভোলবদল, বীরভূম জুড়ে ২৫৭ কোটির মেগা বাজেট! ২২ হাজার প্রকল্পে কড়া ডেডলাইন

Last Updated:
Birbhum News: বীরভূমে উন্নয়নের জোয়ার, ২৫৭ কোটি বরাদ্দে শুরু ২২ হাজার প্রকল্প। ডেডলাইন ফেব্রুয়ারি।
advertisement
1/5
ফেব্রুয়ারির মধ্যে ভোলবদল, বীরভূম জুড়ে ২৫৭ কোটির মেগা বাজেট! ২২ হাজার প্রকল্পে কড়া ডেডলাইন
বীরভূম জেলা জুড়ে শুরু হয়েছে ব্যাপক উন্নয়নমূলক কর্মযজ্ঞ। 'আমাদের সমাধান' কর্মসূচির অধীনে এই কাজগুলি শেষ করার জন্য আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যেই প্রায় ৪৫০০টি প্রকল্পের কাজ সফলভাবে শেষ হয়েছে। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
2/5
রাজ্য সরকারের পক্ষ থেকে বীরভূমের মোট ২২,৬১৮টি প্রকল্পের জন্য ২৫৬ কোটি ৮৬ লক্ষ ৫৭ হাজার ৬৬২ টাকা বরাদ্দ করা হয়েছে। উন্নয়নের গতি বাড়াতে পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের পাশাপাশি প্রতিটি ব্লকের জন্য অতিরিক্ত ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে। দ্রুত কাজ শেষ করতে ইতিমধ্যে ঠিকাদারদের নিয়ে জরুরি বৈঠকও সেরেছে জেলা পরিষদ।
advertisement
3/5
জেলা পরিষদ, ১৯টি পঞ্চায়েত সমিতি, ১৭৬টি গ্রাম পঞ্চায়েত ও ৬টি পৌরসভা এলাকাভিত্তিক শিবির করে মানুষের দাবি অনুযায়ী উন্নয়নের তালিকা তৈরি করেছে। তাতে রয়েছে ৮২৫১টি রাস্তার কাজ, ২৩৬৩টি পানীয় জল ও জলাশয়, ৩৭৭৬টি পথবাতি, ৩৬৪০টি নিকাশি নালা, ৫০৬টি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার, ১১৩৬টি আইসিডিএস প্রকল্প, ৯২৪টি সাংস্কৃতিক মঞ্চ ও ৭৭টি বর্জ্য ফেলার স্থান।
advertisement
4/5
জেলার পক্ষ থেকে মোট ২৫,২৮৯টি কাজের প্রস্তাব পাঠানো হয়েছিল, যার মধ্যে সিংহভাগ কাজই অনুমোদিত। বর্তমানে বকেয়া থাকা প্রায় ৩,০০০ প্রকল্পের অনুমোদন ও অর্থ বরাদ্দ আগামী নির্বাচনের আগেই রাজ্য সরকার সম্পন্ন করবে বলে আশাবাদী জেলা প্রশাসন।
advertisement
5/5
কাজের স্বচ্ছতা বজায় রাখতে জেলা প্রশাসন অত্যন্ত তৎপর। ইতিমধ্যে সম্পন্ন হওয়া কাজের প্রেক্ষিতে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত থেকে প্রায় ২৩ কোটি ১৮ লক্ষ ৭২ হাজার ৯৫৮ টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট জেলা দফতরে জমা পড়েছে, যা প্রকল্পের দ্রুত বাস্তবায়নের প্রমাণ দেয়। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Birbhum News: ফেব্রুয়ারির মধ্যেই ভোলবদল, বীরভূম জুড়ে ২৫৭ কোটির মেগা বাজেট! ২২ হাজার প্রকল্পে কড়া ডেডলাইন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল