Birbhum News: 'খালি মোবাইল ঘাঁটা বন্ধ করুন', হঠাৎ কেন এমন কড়া বার্তা দিলেন অনুব্রত মণ্ডল?
- Reported by:Sudipta Garain
- hyperlocal
- Published by:Suman Biswas
Last Updated:
Birbhum News: এই প্রবণতা একেবারেই পছন্দ নয় বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের।
advertisement
1/5

বর্তমান সময়ে স্মার্টফোন মানুষের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। ছোট বড় নির্বিশেষে চায়ের দোকান থেকে ক্লাব সর্বত্রই মানুষ মোবাইলে ব্যস্ত। এই প্রবণতা একেবারেই পছন্দ নয় বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের। দুবরাজপুরে সরস্বতী পুজোর উদ্বোধনে এসে তিনি প্রকাশ্যে মোবাইল আসক্তির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
2/5
বৃহস্পতিবার সন্ধ্যায় দুবরাজপুরের উজ্জ্বল সংঘের সরস্বতী পুজোর উদ্বোধন করেন অনুব্রত মণ্ডল। সঙ্গে ছিলেন জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ, জেলা পরিষদের সদস্য নারায়ণ হালদার, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে। উদ্বোধনী মঞ্চ থেকেই তিনি সমাজ ও প্রজন্মকে উদ্দেশ্য করে নিজের বক্তব্য রাখেন।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
3/5
মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন, ক্লাব মানে শুধু আড্ডাখানা বা তাস খেলার জায়গা নয়। তাঁর মতে, ক্লাব একটি সমাজসেবী প্রতিষ্ঠান। ক্লাবের সদস্যদের মানুষের পাশে দাঁড়াতে হবে, সমাজসেবা করতে হবে। তবেই ক্লাবের উন্নয়ন হবে এবং সমাজে ক্লাবের পরিচিতি ও সম্মান বাড়বে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/5
মোবাইল আসক্তির প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি সমাজে সম্পর্কের অবক্ষয় নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। মা ও সন্তানের সম্পর্কের উদাহরণ টেনে অনুব্রত বলেন, গর্ভাবস্থায় সন্তানের নড়াচড়ায় মা আনন্দ পান, অথচ বড় হয়ে সেই সন্তান যদি মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, তা অত্যন্ত দুঃখের ও যন্ত্রণাদায়ক। এই প্রসঙ্গেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও উল্লেখ করেন, যদিও কার উদ্দেশ্য তা বলা, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
5/5
বক্তব্যের শেষাংশে অনুব্রত মণ্ডল সকলকে মোবাইলের অতিরিক্ত ব্যবহার বন্ধ করার অনুরোধ জানান। তাঁর কথায়, "খালি মোবাইল ঘাঁটা বন্ধ করুন, আলোচনা করুন, খেলাধুলা করুন।" পাশাপাশি উজ্জ্বল সংঘের ভবিষ্যৎ উন্নতি কামনা করে তিনি বলেন, ক্লাব যেন আরও ভাল কাজ করে এবং সমাজে ইতিবাচক ভূমিকা নেয়।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Birbhum News: 'খালি মোবাইল ঘাঁটা বন্ধ করুন', হঠাৎ কেন এমন কড়া বার্তা দিলেন অনুব্রত মণ্ডল?