South 24 Parganas News: সুন্দরবনে চতুর্থ পাখি উৎসবে প্রায় দেখা মিলল ১৬৮ প্রজাতির ৩১ হাজার পাখির
- Reported by:Suman Saha
- local18
- Published by:Ratnadeep Ray
Last Updated:
পাখি উৎসবের সমাপ্তির পাশাপাশি এদিন সুন্দরবনের যৌথ বন পরিচালন কমিটির হাতে বিশেষ আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় বন দফতরের তরফ থেকে। এবার মোট ১৬৮টি প্রজাতির পাখির দেখা মিলেছে সুন্দরবনে।
advertisement
1/6

পরপর চার বার সফল ভাবে পাখি উৎসব শেষ হল সুন্দরবনে। চতুর্থ পাখি উৎসব শুরু হয়েছিল গত ২৩শে জানুয়ারি সজনেখালি থেকে। সেখানেই এবারের পাখি উৎসবের সমাপ্তি অনুষ্ঠান সম্পন্ন হয়। এবার মোট ১৬৮টি প্রজাতির পাখির দেখা মিলেছে সুন্দরবনে। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
2/6
মোট ৩০৯৮৬টি পাখির দেখা পেয়েছেন পাখি প্রেমীরা। গত কয়েক দিনে পাখি উৎসবে অংশগ্রহনকারী ৬টি দলের মোট ৩৬ জন সদস্য প্রায় চার হাজার বর্গ কিলোমিটার এলাকা ঘুরে ঘুরে পাখি দেখেছেন, পাখিদের ছবি তুলেছেন। সেই ছবি বিচার বিশ্লেষণ করেই এই মোট প্রজাতি ও মোট পাখির সংখ্যা নির্ধারণ করেছে বন দফতর। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
3/6
১৬৮ প্রজাতির মধ্যে ৫৭ টি পরিযায়ী প্রজাতির পাখি এবং ১১১ টি দেশীয় পাখির দেখা মিলেছে বলে জানিয়েছেন পাখি উৎসবে অংশগ্রহনকারীরা। দেখা মিলেছে মাছরাঙার ৭ টি প্রজাতির। সুন্দরবনের মোট ছয়টি রেঞ্জ এলাকা ঘুরে ঘুরেই এই পাখির ছবি তুলেছেন পাখি প্রেমিরা। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
4/6
তবে বন দফতর জানিয়েছেন ১৬৮ টি প্রজাতির মধ্যে অস্তিত্ব বিপন্ন ১৪ টি প্রজাতির পাখির দেখা মিলেছে। ইউরেশিয়ান কার্লিউ, ব্রাউন-উইংড কিংফিশার, গ্রে প্লোভার, লেজার স্যান্ড প্লোভারের মত পাখির দেখা এবারও মিলেছে বলে জানিয়েছে বন দফতর। পাখি উৎসবের সূচনা হতেই এঁদের এক একটি দল এক একটি রেঞ্জ এলাকায় বেড়িয়ে পড়েন। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
5/6
পরপর চার বছর সফল ভাবে এই পাখি উৎসব সম্পন্ন করেছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। প্রতি বছরই এই পাখি উৎসবের চাহিদা বাড়ছে। দেশের পাখি প্রেমিদের পাশাপাশি বিদেশের পাখি প্রেমীদের চাহিদাও বাড়ছে। প্রতি বছর আরও সুন্দর ভাবে পাখি উৎসব হচ্ছে। প্রতি বছরই পাখিদের সংখ্যা বাড়ছে, পরিযায়ী পাখিদের বেশি করে দেখা যাচ্ছে। এর থেকে এটা বোঝা যাচ্ছে যে সুন্দরবনকে পাখিরা অনেক বেশি নিরাপদ মনে করছে। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
6/6
পাখি উৎসবের সমাপ্তির পাশাপাশি এদিন সুন্দরবনের যৌথ বন পরিচালন কমিটির হাতে বিশেষ আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় বন দফতরের তরফ থেকে। সুন্দরবনের পর্যটন ও মধু থেকে প্রাপ্ত আয় থেকেই এ বছর ১ কোটি ৭৩ লক্ষ টাকা মোট ২৬ টি যৌথ বন পরিচালন কমিটির সদস্যদের হাতে তুলে দেওয়া হয় এলাকার উন্নয়নের জন্য। (তথ্য ছবি সুমন সাহা)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: সুন্দরবনে চতুর্থ পাখি উৎসবে প্রায় দেখা মিলল ১৬৮ প্রজাতির ৩১ হাজার পাখির