Buxa Tiger Reserve: বক্সার জঙ্গলে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার, বনকর্তাদের মুখে চওড়া হাসি! ছবিতে দেখুন
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Buxa Tiger Reserve: মাঘের শুরুতেই বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল রয়েল বেঙ্গল টাইগার।
advertisement
1/5

আবারও সে জানান দিল, সে আছে এই জঙ্গলে। তার ছবি দেখতেই আনন্দে আত্মহারা বনকর্মী থেকে শুরু করে আধিকারিকরা। মাঘের শুরুতেই বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল রয়েল বেঙ্গল টাইগারের ছবি। (ছবি ও তথ্য - অনন্যা দে)
advertisement
2/5
কথায় আছে মাঘের শীত বাঘের গায়ে। গায়ে শীত পড়তেই নিজেকে সুরক্ষিত রাখতে জঙ্গলে স্থান দেখছে রয়েল বেঙ্গল টাইগার। বক্সার জঙ্গলে ফের ক্যামেরাবন্দি হয়েছে প্রাপ্তবয়স্ক পুরুষ বাঘ।
advertisement
3/5
চলতি বছরে ক্যামেরা ট্র্যাপিং অভিযানের সময় একটি প্রাপ্তবয়স্ক পুরুষ বাঘের ছবি ধরা পড়েছে বলে শুক্রবার রাতে জানালেন বক্সা বাঘ বনের আধিকারিকরা। এই ঘটনাকে বক্সা জঙ্গলে বাঘের ধারাবাহিক উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।
advertisement
4/5
এর আগে ২০২১ সালের ডিসেম্বর এবং ২০২৩ সালের ডিসেম্বরে ট্র্যাপ ক্যামেরায় বাঘের উপস্থিতির প্রমাণ মিলেছিল। সাম্প্রতিক এই ছবি বক্সা জঙ্গলে বাঘের নিয়মিত বিচরণের বিষয়টিকে আরও জোরালোভাবে প্রতিষ্ঠা করল বলে জানান বন আধিকারিকরা।
advertisement
5/5
সম্প্রতি পাখি উৎসবে এসে রাজ্যের বনকর্তারা জানিয়ে গিয়েছিলেন বক্সাকে বাঘের বসবাসযোগ্য করে তোলা হয়েছে। বাঘ এই বনে কোনও রকম অসুবিধা ছাড়া থাকতে পারবে। বাঘেদের বাসের জন্য দুটি বস্তি সরিয়ে ফেলা হয়েছে। এরপর বাঘ দেখেই খুশির হাওয়া বক্সাতে। (ছবি ও তথ্য - অনন্যা দে)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Buxa Tiger Reserve: বক্সার জঙ্গলে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার, বনকর্তাদের মুখে চওড়া হাসি! ছবিতে দেখুন