Republic Day: কোনও ঝুঁকি নিতে চায় না প্রশাসন, প্রজাতন্ত্র দিবসের আগে প্রত্যেকটি স্টেশন-জলপথে কড়া নাকা চেকিং
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
South 24 Parganas News: নাগরিকদের কাছে আবেদন জানানো হয়েছে, তল্লাশির সময় পুলিশকে সহযোগিতা করার জন্য এবং কোনও সন্দেহজনক কিছু চোখে পড়লে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাতে।
advertisement
1/6

আসন্ন প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থায় কড়া নজরদারি শুরু করেছে জেলা প্রশাসন। ২৬ শে জানুয়ারির আগে জেলার প্রতিটি রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ জলপথে কড়া নাকা চেকিং চালানো হচ্ছে। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
2/6
কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই বাড়তি সতর্কতা বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জেলার গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকাগুলিকে চিহ্নিত করা হয়েছে। সেই অনুযায়ী রেলস্টেশন ও বাসস্ট্যান্ডে যাত্রীদের ব্যাগ ও লাগেজ তল্লাশি করা হচ্ছে। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
3/6
সন্দেহজনক ব্যক্তিদের পরিচয়পত্র পরীক্ষা করে জিজ্ঞাসাবাদও চলছে। বিশেষ নজর রাখা হচ্ছে বহিরাগতদের গতিবিধির ওপর। একই সঙ্গে জলপথে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ফেরিঘাট, লঞ্চ ঘাট ও নদীপথে চলাচলকারী সমস্ত নৌযান খতিয়ে দেখা হচ্ছে। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
4/6
নৌযানের বৈধ কাগজপত্র, যাত্রী তালিকা ও নিরাপত্তা সরঞ্জাম পরীক্ষা করা হচ্ছে। জলপথে নজরদারির জন্য পুলিশ, নৌ-পুলিশ এবং সিভিল ডিফেন্সের যৌথ টিম মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে নদীতে টহল দিচ্ছে স্পিড বোট। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৬ শে জানুয়ারি পর্যন্ত এই নাকা চেকিং ও নজরদারি অব্যাহত থাকবে। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
5/6
জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, বাজার এলাকা ও জনবহুল স্থানে বাড়ানো হয়েছে পুলিশ পিকেট ও রাত্রিকালীন টহল। মোবাইল নাকা বসিয়ে হঠাৎ হঠাৎ তল্লাশি চালানো হচ্ছে। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার শুভেন্দ্র কুমার “প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে কোনওরকম ঝুঁকি নিতে চাইছি না। সাধারণ মানুষের নিরাপত্তাই আমাদের অগ্রাধিকার। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
6/6
পাশাপাশি নাগরিকদের কাছে আবেদন জানানো হয়েছে, তল্লাশির সময় পুলিশকে সহযোগিতা করার জন্য এবং কোনও সন্দেহজনক কিছু চোখে পড়লে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাতে। এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। যদিও নাকা চেকিংয়ের জেরে কিছু জায়গায় সাময়িক যানজট সৃষ্টি হচ্ছে, তবে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। (তথ্য ছবি সুমন সাহা)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Republic Day: কোনও ঝুঁকি নিতে চায় না প্রশাসন, প্রজাতন্ত্র দিবসের আগে প্রত্যেকটি স্টেশন-জলপথে কড়া নাকা চেকিং