TRENDING:

Weekend Tour: মাইথন,পাঞ্চেত অনেক হল! একদিন ঘুরে আসুন দামোদরের কম পরিচিত এই জলাধার থেকে

Last Updated:
এখানকার প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। সবুজের মাঝে দামোদরের প্রশস্ত রূপ আপনার মন ভরিয়ে দেবে। একটা দিন ছোট্ট ছুটিতে ঘুরে আসতে পারেন এই জায়গা থেকে।
advertisement
1/5
মাইথন,পাঞ্চেত অনেক হল! একদিন ঘুরে আসুন দামোদরের কম পরিচিত এই জলাধার থেকে
মাইথন, পাঞ্চেত অথবা দুর্গাপুর ব্যারেজ পর্যটকদের কাছে বেশ পরিচিত। কিন্তু দামোদরের ওপরে রয়েছে আরও একটি সুন্দর জলাধার।
advertisement
2/5
এখানকার প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। সবুজের মাঝে দামোদরের প্রশস্ত রূপ আপনার মন ভরিয়ে দেবে। একটা দিন ছোট্ট ছুটিতে ঘুরে আসতে পারেন এই জায়গা থেকে।
advertisement
3/5
হাতে একদিনের ছুটি থাকলে ঘুরে আসুন দামোদরের ওপর নির্মিত রনডিহা ব্যারেজ থেকে। পর্যটকদের কাছে খুব পরিচিত না হলেও এই জায়গাটি বেশ সুন্দর।
advertisement
4/5
রনডিহা ব্যারেজের নির্মাণশৈলী বেশ অন্যরকম। সাধারণভাবে আমরা যে ধরনের ব্যারেজ দেখতে পায়, তার তুলনায় বেশ কিছুটা আলাদা। নদীপক্ষে অনুচ্চ চওড়া সিমেন্টের নির্মাণের মাধ্যমে তৈরি করা হয়েছে এই জলাধারটি।
advertisement
5/5
পানাগড় স্টেশন অথবা পানাগড় বাজার থেকে রনডিহা পৌঁছানোর জন্য আপনি বাস পেয়ে যাবেন। তাছাড়াও নিজস্ব গাড়ি অথবা ট্রেকার ভাড়া করে এখানে যেতে পারবেন। ব্যারেজ সংলগ্ন এলাকায় সেচ দফতরের একটি বাংলো রয়েছে।
বাংলা খবর/ছবি/পশ্চিম বর্ধমান/
Weekend Tour: মাইথন,পাঞ্চেত অনেক হল! একদিন ঘুরে আসুন দামোদরের কম পরিচিত এই জলাধার থেকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল