TRENDING:

লকডাউনের বাজারে এবার বাড়িতে বসেই পাবেন মদ ! হোম ডেলিভারির পথে Zomato

Last Updated:
খাবার ছাড়াও সবজি ও মুদিখানা জিনিসের পর এবার মদের হোম ডেলিভারি শুরু ক্করতে পারে Zomato
advertisement
1/4
লকডাউনের বাজারে এবার বাড়িতে বসেই পাবেন মদ ! হোম ডেলিভারির পথে Zomato
লকডাউন। তবে মন কি আর মানে? একে মদ না পেয়ে গলা শুকিয়ে কাঠ। একবুক তেষ্টায় দু’ফোঁটা সুরাও অমিল। শেষমেশ কেন্দ্রের নির্দেশিকার পরেই সোমবার মদের দোকান খুলতেই সোশ্যাল ডিসটেন্সিংয়ের নির্দেশ মেনেই দোকানের সামনে ভিড়, লম্বা লাইন। ভিড়, হুড়োহুড়ি সামাল দিতে নাজেহাল হয়ে যায় প্রশাসন। এবার লকডাউনের বাজারে বাড়িতে বাড়িতে মদ পৌঁছে দেওয়ার কথা ভাবছে Zomato!
advertisement
2/4
ইতিমধ্যেই খাবার ছাড়াও সবজি ও মুদিখানা জিনিসের হোম ডেলিভারি দিতে শুরু করেছে Zomato। এখনও নির্দিষ্ট কোনও ওয়েবসাইট নেই বা অন্য কোনও ব্যবস্থা নেই যেখান থেকে আপনি মন হোম ডেলিভারি করাতে পাড়বেন। তাই এই চাহিদা মেটাতে এবার তৎপর।
advertisement
3/4
ইন্টারন্যাশনাল স্পিরিট অ্যান্ড ওয়াইন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়াকে লেখা এক চিঠিতে Zomato প্রধান মহিত গুপ্তা জানিয়েছেন, প্রযুক্তি ব্যবহার করে বাড়ি মদ পৌঁছে দেওয়া গেলে মানুষ দায়বদ্ধ ও নিরাপদ ভাবে সুরাপান করতে পরবেন।' সেই চিঠিতে তিনি এটাও জানিয়েছেণ যে, যে সব এলাকায় করোনা ভাইরাসের সংক্রমণের প্রকোপ কম, আপাতত সেই সমস্ত এলাকাতেই মদ ডেলিভারির পরিকল্পনা করছে Zomato।
advertisement
4/4
লকডাউনের মধ্যে মদের ডেলিভারি শুরু হলে মদ কেনার জন্য কাউকে বাড়ির বাইরে যাওয়া দরকার পড়বে না। ফলে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা কমবে। এখনও অনুমতির অপেক্ষায় রয়েছে কোম্পানি।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
লকডাউনের বাজারে এবার বাড়িতে বসেই পাবেন মদ ! হোম ডেলিভারির পথে Zomato
Open in App
হোম
খবর
ফটো
লোকাল