TRENDING:

লক ডাউনঃ ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেবে জোম্যাটো, দেশের ৮০ শহরে চালু পরিষেবা

Last Updated:
শুধু জোম্যাটো নয়। এগিয়ে এসেছে সুইগি, শপ ক্লুজ , পেটিএম।
advertisement
1/6
লক ডাউনঃ ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেবে জোম্যাটো, দেশের ৮০ শহরে চালু পরিষেবা
*ভারতের ৮০ শহরে গৃহস্থালীর নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহ করবে হোম ডেলিভারি সংস্থা জোম্যাটো (Zomato)। সংস্থার সিইও দীপিন্দর গোয়েল এমনটাই  জানিয়েছেন। শুধু দেশের নয়, বিদেশের রেস্তোরাঁগুলিতেও প্রয়োজনে অত্যাবশ্যকীয় পন্যও সরবরাহ করা হবে। সংগৃহীত ছবি ।
advertisement
2/6
*লক ডাউন মেনে বাড়ি থেকে প্রয়োজন ছাড়া না বেরনোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এমতাবস্থায়  শুধু জোম্যাটো নয়। এগিয়ে এসেছে সুইগি, শপ ক্লু , পেটিএম। সংগৃহীত ছবি ।
advertisement
3/6
advertisement
4/6
*পাশাপাশি তিনি আরও বলেন, "খাদ্যসামগ্রী জোগান দেওয়ার জন্য স্তাহানীয় ,উডি দোকানের সঙ্গে গাঁটছড়া বাধা হবে। সেখান থেকেই প্রয়োজনীর সামগ্রী বাড়িতে পৌঁছে দেবেন সংস্থার কর্মীরা।" হোম স্ক্রিনে থাকা জোম্যাটো মার্কেট সেকশন থেকে অর্ডার দিতে পারবেন উপভোক্তারা। সংগৃহীত ছবি ।   
advertisement
5/6
advertisement
6/6
*ইতিমধ্যেই জোম্যাটোর তরফে এক লক্ষেরও বেশি দিনমজুর পরিবারের হাতে রেশন তুলে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত অন্তত ২০ শহরে এই পরিষেবা দেওয়া হয়েছে। সংগৃহীত ছবি ।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
লক ডাউনঃ ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেবে জোম্যাটো, দেশের ৮০ শহরে চালু পরিষেবা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল