TRENDING:

YZF-R15S V3.0: Yamaha R15S-এর কথা ভোলেননি তো? আবার আসছে বাজারে, সিট সেই আগের মতোই

Last Updated:
YZF-R15S V3.0 Launched: স্পোর্টস বাইকে সাধারণত স্প্লিট সিট থাকে। তবে এই মডেলের আগের ভার্সনে ছিল ইউনিবডি সিট। ফলে পিলিয়ন-এর সফর আরামদায়ক হবে আবার।
advertisement
1/6
Yamaha R15S-এর কথা ভোলেননি তো? আবার আসছে বাজারে, সিট সেই আগের মতোই
R15S. Yamaha-র এই মডেল-এর খোঁজ এখনও অনেকে করেন। তবে ইয়ামাহা এই মডেলের উত্পাদন বন্ধ করে দিয়েছিল। ফলে অনেক বাইকপ্রেমীর মন খারাপ হয়েছিল। এবার সেই পুরনো মডেল নতুন রূপে ফিরছে আবার। ভার্সন ফোর হিসাবে।
advertisement
2/6
ভার্সন থ্রি আরওয়ান ফাইভ এস মডেলের দাম রাখা হয়েছে ১,৫৭,৬০০ টাকা (এক্স শোরুম)। এই মডেলে ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে। আগের মতোই ১৫৫ সিসি রাখা হয়েছে ইঞ্জিন ক্যাপাসিটি।
advertisement
3/6
আগের ভার্সন-এর মতোই ভার্সন থ্রি-তেও 4-স্ট্রোক লিকুইড কুলড, SOHC, 4-ভাল্ভ ইঞ্জিন থাকবে।10,000 rpm-এ 18.34 bhp পাওয়ার ও 8,500 rpm-এ 14.1 Nm পিক টর্ক উতপন্ন হবে। ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম থাকবে। থাকছে সিক্স স্পিড গিয়ার বক্স।
advertisement
4/6
কিছুদিন আগেই R15 V4 লঞ্চ করেছিল Yamaha. এবার সেই পুরনো R15S নতুনভাবে লঞ্চ করল জাপানি মোটরসাইকেল প্রস্তুতকারক সংস্থা। ভারতে R15S-এর জনপ্রিয়তার কথা ভেবেই এটি লঞ্চ করা হয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
advertisement
5/6
পুরনো এই ইয়ামাহার মডেল আসলে জনপ্রিয় হয়েছিল ইউনিবডি সিট-এর জন্য। এখন বেশিরভাগ স্পোর্টস বাইকে স্প্লিট সিট দেওয়া হয়। ফলে পিলিয়ন রাইডার-এর কমফোর্ট নেই। তবে আরওয়ান ফাইভ এস মডেলে ইউনিবডি সিট হওয়ায় পিলিয়ন রাইডার আরামদায়ক সফর পেতেন।
advertisement
6/6
India Yamaha Motor ভারতের বাজারে YZF-R15S V3.0 আবার লঞ্চ করল। আপাতত শুধু রেসিং ব্লু রঙের অপশন-এ পাওয়া যাবে এই মডেল। তবে এই মডেল লঞ্চ হওয়ায় স্পোর্টস বাইকপ্রেমীদের অনেকেই বেশ খুশি হবেন।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
YZF-R15S V3.0: Yamaha R15S-এর কথা ভোলেননি তো? আবার আসছে বাজারে, সিট সেই আগের মতোই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল