পাঁচশো সাবস্ক্রাইবার হলেই অ্যাকাউন্টে টাকা! YouTube-এর বিরাট ঘোষণা, কামাইয়ের সুযোগ
- Published by:Suman Majumder
Last Updated:
YouTube: You tube-এ চ্যানেল খোলার ইচ্ছে? বিরাট সুযোগ। উপার্জনের নতুন রাস্তা খুলছে।
advertisement
1/6

এবার ৫০০ সাবস্ক্রাইবার হলেই চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। জানিয়ে দিল ইউ টিউব। নিয়মে বড়সড় বদল হল।
advertisement
2/6
ইউ টিউব পলিসি অনুযায়ী, কোনও চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা কমপক্ষে হতে হত ১০০০। তার উপর ওয়াচ আওয়ার হতে হত ৪০০০ ঘণ্টা। তবে ভিডিওতে ৪ হাজার ঘণ্টা ওয়াচ আওয়ার বা শর্টটে ১০ মিলিয়ন ভিউ হলেও চ্যানেলে মনিটাইজেশন হত। এবার কোনও চ্যানেলের সাবক্রাইবারের সংখ্যা পাঁচশো হলেই চ্যানেল মনিটাইজড হবে।ওয়াচ আওয়ার হতে হবে ৩০০০ ঘণ্টা। তবে আপাতত নির্দিষ্ট কয়েকটি দেশের ব্যবহারকারীরা এই সুযোগ পাবেন।
advertisement
3/6
আপাতত আমেরিকা, কানাডা, তাইওয়ান ও সাউথ কোরিয়ার চ্যানেলগুলি এই সুযোগ পাবে। তবে ধীরে ধীরে এই পলিসি ইউ টিউব সবার জন্য লাগু করতে পারে বলে শোনা যাচ্ছে।
advertisement
4/6
নতুন ক্রিয়েটররা এতে উৎসাহ পাবেন বলে মনে করছে ইউ টিউব। অনেকেরই ইউ টিউবে নিজের চ্যানেল করার স্বপ্ন। এবার সেই স্বপ্ন পূরণ হতে পারে।
advertisement
5/6
ইউ টিউবে ভিডিও দেওয়ার পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ করে উপার্জনের সুযোগও থাকে।
advertisement
6/6
আসলে ইউটিউবের ভিডিও ভিউ থেকে আয় করার জন্য খানিকটা হলেও ধৈর্য্যের প্রয়োজন৷ কারণ ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই শুরু হয় না রোজগার৷ আপনার ভিডিওটি কতজন দেখেছেন অর্থাৎ ভিউ কত হল তার ওপর নির্ভর করে অনেকখানি৷