TRENDING:

YouTube Followers: এই নিয়ম জানা থাকলেই রাতারাতি ৫ হাজার ফলোয়ার হবে! You Tube থেকে প্রচুর ইনকাম!

Last Updated:
YouTube Followers: হুশ করে বেড়ে যাবে ফলোয়ার সংখ্যা! রাতারাতি ৫ হাজারের বেশি ভক্তের সংখ্যা হবে! তার জন্য জানতে হবে এই নিয়ম!
advertisement
1/12
এই নিয়ম জানা থাকলেই রাতারাতি ৫ হাজার ফলোয়ার হবে! You Tube থেকে প্রচুর ইনকাম!
পেশার ধারণা ক্রমাগত বদলে যাচ্ছে। চাকরির ছেড়ে স্বাধীন ব্যবসায় বেশি আগ্রহ প্রকাশ করছেন নতুন প্রজন্মের মানুষ। শুধু তাই নয়, মোবাইল এবং ইন্টারনেটের যুগে ঘণ্টার পর ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় কাটানো তরুণ প্রজন্ম সেই সোশ্যাল মিডিয়াকেই বেছে নিচ্ছে রোজগারের মাধ্যম হিসেবে।photo source collected
advertisement
2/12
YouTube এমনই একটি প্লাটফর্ম। গত পাঁচ-ছ’বছরে ভ্লগিং বা ভিডিও কনটেন্ট শেয়ার করে প্রতিষ্ঠিত হয়েছেন অনেকে। আর তাঁদের দেখেই সকলে হুড়মুড় করে ভিডিও কনটেন্ট তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছেন। ৫০০০-এর বেশি মানুষ যদি কোনও YouTube চ্যানেল ফলো করেন তাহলে উপকার হতে পারে। কিন্তু এমনটা হয় না বেশির ভাগ ইউটিউবারের সঙ্গেই। কোন মন্ত্রে হাসিল করে নেওয়া যেতে পারে ৫০০০-এর বেশি ফলোয়ার, দেখে নেওয়া যাক এক নজরে— photo source collected
advertisement
3/12
লক্ষ্য: কোন থিম বা বিষয়ে কনটেন্ট তৈরি করতে চান, সেটা প্রথমেই ভেবে নিতে হবে। তারপর ভাবতে হবে, কাদের জন্য এই কনটেন্ট তৈরি করা হচ্ছে অর্থাৎ ‘টার্গেট অডিয়েন্স’।
advertisement
4/12
চিত্তাকর্ষক বিষয়বস্তু:অন্যের থেকে আলাদা হওয়াই মূলমন্ত্র। উচ্চ মানের এবং বিনোদনমূলক ভিডিও তৈরি করা দরকার।
advertisement
5/12
ঠিক সময়ে আপলোড করা: নিয়মিত ভিডিও আপলোড করা দরকার। যাতে দর্শক-শ্রোতাদের আকৃষ্ট করে রাখা যায়। বিশ্বাসযোগ্যতা তৈরি হয়।
advertisement
6/12
টাইটল, ডেসক্রিপশন, এবং ট্যাগ অপ্টিমাইজেশান:আকর্ষণীয় শিরোনাম, প্রাসঙ্গিক কীওয়ার্ড, বিশদ বিবরণ এবং যাতে সহজে খুঁজে পাওয়া যায়, সেজন্য উপযুক্ত ট্যাগ অপ্টিমাইজ করতে হবে ভিডিও কনটেন্টে৷
advertisement
7/12
অডিয়েন্সের সঙ্গে সম্পর্ক: কমেন্টে প্রত্যুত্তর দিতে ভুলে গেলে চলবে না। ইনপুট চাইতে হবে। YouTube এর অ্যালগরিদমকে বুঝতে দিতে হবে এই কনটেন্ট মূল্যবান।
advertisement
8/12
সোশ্যাল মিডিয়া এবং ক্রস-প্রমোশন: YouTube-এর ভিডিও ক্লিপ, বিহাইন্ড-দ্য-সিন ভিডিও শেয়ার করতে হবে অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও।
advertisement
9/12
অন্য ইউটিউবারদের সহযোগিতা: অডিয়েন্স ট্যাপ করতে এবং নতুন দর্শকদের সঙ্গে নিজের পরিচয় করে নিতে অন্য ইউটিউবারদের সঙ্গে কাজ করা প্রয়োজন।
advertisement
10/12
চ্যানেল ডিজাইন: নজরকাড়া চ্যানেল ব্যানার তৈরি করতে হবে। আকর্ষণীয় লোগো ডিজাইন করা দরকার। ভিডিও প্লে-লিস্ট তৈরি করলে আরও ভালভাবে দেখতে পাবেন দর্শকরা।
advertisement
11/12
ইউটিউব অ্যানালিটিক্স-এর ব্যবহার: নিজের কনটেন্টে রিভিউ করা দরকার। কত জন ওই কনটেন্ট দেখলেন, কতক্ষণ দেখছেন সবই নজরে রাখা প্রয়োজন।
advertisement
12/12
ধৈর্য এবং অধ্যাবসায়: YouTube-এ ফলোয়ার তৈরি করতে সময় লাগে, তাই ধৈর্য হারালে চলবে না। বরং দর্শকদের প্রতিক্রিয়া এবং বিশ্লেষণ থেকে অভিজ্ঞতা অর্জন করে নিজেকে বদলাতে হবে।photo source collected
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
YouTube Followers: এই নিয়ম জানা থাকলেই রাতারাতি ৫ হাজার ফলোয়ার হবে! You Tube থেকে প্রচুর ইনকাম!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল