TRENDING:

সেটটপ বক্স না বদলেই এবার পাল্টে নিতে পারবেন আপনার সার্ভিস প্রোভাইডর !

Last Updated:
এবার মোবাইলের মতো সহজেই বদলে ফেলতে পাড়বেন নিজের কেবল টিভি অপারেটার
advertisement
1/6
সেটটপ বক্স না বদলেই এবার পাল্টে নিতে পারবেন আপনার সার্ভিস প্রোভাইডর !
এতদিন মোবাইল নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদল করা সম্ভব ছিল, এবার সেট-টপ বক্স বদল না করে কেবেল টিভি বা ডিটিএইচ অপারেটার বদলনো সম্ভব।
advertisement
2/6
এমনই ব্যবস্থা চালু করতে চলেছে টেলিকম রেগুলেটারি অথরিটি অব ইন্ডিয়া (TRAI)। তবে এই পরিষেবার জন্য ইন্টারফেস যুক্ত ইউএসবি পোর্ট-সহ সেট টপ বক্স থাকা চাই।
advertisement
3/6
এই মুহুর্তে সব অপারেটারের সেট বটপ বক্সে নিজস্ব ফিচার ব্যাবহার করে থাকে সেই কারনে এখন পোর্ট করা সম্ভবব হচ্ছে না। তবে একবার পোর্টিং অপশান শুরু হলে কেবেল টিভি ও ডিটিএইচ গ্রাহকরা অনেক বেশি সুবিধা পাবেন।
advertisement
4/6
বেশ কিছু বছর ধরে সেট টপ বক্স পোর্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছইল ট্রাই। সমস্যার বড় অংশ সমাধান করতে পাড়লেও কিছু বাণিজ্যিক সমস্যা রয়ে গিয়েছিল।
advertisement
5/6
বেশ কিছু বছর ধরে সেট টপ বক্স পোর্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছইল ট্রাই। সমস্যার বড় অংশ সমাধান করতে পাড়লেও কিছু বাণিজ্যিক সমস্যা রয়ে গিয়েছিল।
advertisement
6/6
ট্রাই চাইছে সেট টপ বক্স না পাল্টে, কেবল অপারেটর বা DTH পরিষেবা প্রদানকারী সংস্থা বদলে ফেলার সুবিধা চালু করতে। এই বিষয়টি পর্যবেক্ষণের জন্য একটি সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
সেটটপ বক্স না বদলেই এবার পাল্টে নিতে পারবেন আপনার সার্ভিস প্রোভাইডর !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল