TRENDING:

You tube Video: ইউটিউব ভিডিও থেকে কত টাকা আয় করতে পারবেন? জেনে নিন সমস্ত খুঁটিনাটি

Last Updated:
বহু কনটেন্ট ক্রিয়েটরকেই বলতে শোনা যায় তাঁরা লাখ টাকার চাকরি ছেড়ে ইউটিউবে ভিডিও বানাচ্ছেন৷ তবে ইউটিউবের ভিডিও ভিউস থেকে লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব?
advertisement
1/6
ইউটিউব ভিডিও থেকে কত টাকা আয় করতে পারবেন? জেনে নিন সমস্ত খুঁটিনাটি
চাকরি করতে চান না৷ হতে চান ইউটিউবার৷ এমনকথা শোনা যাচ্ছে অনেকের মুখেই৷ ইউটিউবে ভিডিও বানানোই হবে পেশা৷ যার পোশাকি নাম ‘কনটেন্ট ক্রিয়েটর’৷ অনেকে শুরুও করেছেন ভিডিও বানানো৷ কারও ক্ষেত্রে ভাবনার পর্যায়ে রয়েছে এই আকাঙ্খা৷ কিন্তু বেশিরভাগের মনেই প্রশ্ন জাগে ইউটিউব থেকে হওয়া আয় নিয়ে৷ ভিডিওর ভিউ থেকে ঠিক কতখানি আয় করা সম্ভব? এ বিষয়ে স্পষ্ট ধারণার যাঁদের নেই তাঁদের জন্যই এই প্রতিবেদন৷
advertisement
2/6
বহু কনটেন্ট ক্রিয়েটরকেই বলতে শোনা যায় তাঁরা লাখ টাকার চাকরি ছেড়ে ইউটিউবে ভিডিও বানাচ্ছেন৷ তবে ইউটিউবের ভিডিও ভিউস থেকে লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব?
advertisement
3/6
আসলে ইউটিউবের ভিডিও ভিউ থেকে আয় করার জন্য খানিকটা হলেও ধৈর্য্যের প্রয়োজন৷ কারণ ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই শুরু হয় না রোজগার৷ আপনার ভিডিওটি কতজন দেখেছেন অর্থাৎ ভিউ কত হল তার ওপর নির্ভর করে অনেকখানি৷
advertisement
4/6
কোনও একটি ভিডিওর ভিউ অন্তত ১০০০ হলে তবেই তা থেকে টাকা পাওয়া যায়৷ অর্থাৎ আপনার ভিডিওটি অন্তত একহাজার জন দেখলে তবেই সেই ভিডিও থেকে লক্ষীলাভ সম্ভব৷ এক্ষেত্রে আপনার চ্যানেলটিকে অবশ্যই ইউটিউব পার্টনার প্রোগ্রামের সঙ্গে যুক্ত থাকতে হবে৷
advertisement
5/6
ইউটিউবে কোনও ভিডিও ১০০০ ভিউ হলে সেই ভিডিও থেকে প্রায় ১ ডলার বা মোটামুটি ৮২ টাকা থেকে ২৫ ডলার বা ২০৭০ টাকা আয় করা সম্ভব৷ বেশি টাকা আয় করতে গেলে ভিডিওটির ভিউ অন্তত ১০০,০০০-এ পৌঁছতে হবে৷ অবশ্য ইউটিউব থেকে আয় করার আরও রাস্তা রয়েছে৷
advertisement
6/6
আপনার ভিডিও লিঙ্ক থেকে বিভিন্ন জিনিস বিক্রি করেও আপনি আয় করতে পারবেন৷ অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপণ থেকেও প্রচুর আয় করেন ভিডিও নির্মাতারা৷
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
You tube Video: ইউটিউব ভিডিও থেকে কত টাকা আয় করতে পারবেন? জেনে নিন সমস্ত খুঁটিনাটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল