YouTube: বড় ধাক্কা! YouTube বন্ধ করে দিচ্ছে ‘এই’ বিশেষ ফিচার
- Published by:Ankita Tripathi
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
YouTube ইতিমধ্যেই তার ব্যবহারকারীদের জন্য একটি বড় ধাক্কা দিয়ে একটি বিশেষ ফিচার বন্ধ করার ঘোষণা দিয়েছে।
advertisement
1/8

অনেক মানুষই YouTube Stories ব্যবহার করে বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করে থাকেন। তবে এই বার YouTube একটি বড় ধাক্কা দিয়ে এই ফিচারটি বন্ধ করে দিতে চলেছে। সংস্থার তরফে জানা গিয়েছে আগামী ৬ জুন-এর পর আর থাকবে না এই ফিচারটি।
advertisement
2/8
YouTube ইতিমধ্যেই তার ব্যবহারকারীদের জন্য একটি বড় ধাক্কা দিয়ে একটি বিশেষ ফিচার বন্ধ করার ঘোষণা দিয়েছে। YouTube ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে YouTube Stories চিরতরে বন্ধ করে দেওয়া হবে।
advertisement
3/8
আসলে এই বিশেষ ফিচারটি ক্রিয়েটরদের পোস্ট আপডেট করার অনুমতি দেয়, যা 7 দিনের জন্য লাইভ থাকে। তবে আনুষ্ঠানিক ভাবে এই ফিচারটি ২৬ জুন ২০২৩ থেকে বন্ধ হয়ে যাবে। এরপর থেকে আর কোনও YouTube ব্যবহারকারী এই ফিচার পাবেন না।
advertisement
4/8
YouTube-এর এই ফিচারটি প্রথম ২০১৮ সালে চালু করা হয়েছিল। প্রাথমিক ভাবে ১০ হাজার গ্রাহকের অ্যাকাউন্টের জন্য Story চালু করা হয়েছিল।
advertisement
5/8
YouTube Stories কেন বন্ধ হচ্ছে? সংস্থাটির তরফে জানা গিয়েছে, রিল আকারে এই ফিচারটি চালু করা হয়েছিল। কিন্তু YouTube Stories ফিচারটি ব্যবহারকারীদের মধ্যে খুব একটা জনপ্রিয় হতে পারেনি। এই ফিচারটির জনপ্রিয়তা কম থাকায় এই ফিচারটি চিরতরে বন্ধ করতে চলেছে YouTube।
advertisement
6/8
এছাড়াও, জানা গিয়েছে যে এখন সংস্থাটি YouTube Shorts, লাইভ ভিডিও এবং কমিউনিটি পোস্ট-এর উপর বিশেষ করে দৃষ্টি নিবদ্ধ করতে চায়। এই কারণে YouTube এই পুরনো ফিচারটি বন্ধ করে দিচ্ছে।
advertisement
7/8
এছাড়াও, জানা গিয়েছে যে এখন সংস্থাটি YouTube Shorts, লাইভ ভিডিও এবং কমিউনিটি পোস্ট-এর উপর বিশেষ করে দৃষ্টি নিবদ্ধ করতে চায়। এই কারণে YouTube এই পুরনো ফিচারটি বন্ধ করে দিচ্ছে।
advertisement
8/8
সোজা কথায় বলতে গেলে, YouTube তার Stories বন্ধ করে দিচ্ছে যাতে এটি YouTube Shorts এবং কমিউনিটি পোস্টের মতো আকর্ষক বিন্যাসে জোর দিতে পারে।