You Tube থেকে মোটা টাকা আয় সম্ভব! ভিডিও নাকি শর্টস, কোনটা বেশি চলে?
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
You Tube Earnings: ইউ টিউব থেকে আয় করতে চান? ভিডিও নাকি শর্টস, কোনটা করলে লাভ!
advertisement
1/9

অনেকেই এখন ইউ টিউভ কন্টেন্ট পেশা হিসেবে নিচ্ছেন। অনেকেই ইউটিউব থেকে টাকা আয় করতে চান।
advertisement
2/9
বাস্তবে ইউ টিউব থেকে প্রচুর অর্থ উপার্জন করা সম্ভব। তবে তার জন্য একটু কায়দা করে এগোতে হয়।
advertisement
3/9
ইউটিউবে দীর্ঘ ভিডিও দেওয়া যায়, আবার দেওয়া যায় শর্টস। আর আয়ের টাকাটা আসে এই দুই ভিডিওর ভিউ-এর উপর নির্ভর করে।
advertisement
4/9
দীর্ঘ ভিডিয়ো এবং ইউটিউব শর্টস- কোনটা থেকে আয় বেশি করা যায়! এই প্রশ্ন থাকে অনেকের মনেই। ভিউ প্রতি কত টাকা পাওয়া যায়, সেটাও একটা প্রশ্ন।
advertisement
5/9
একটি ভিডিও থেকে এক লাখ ভিউ হলে আয় করা শুরু করতে পারবেন ইউটিউবে। এ হাজার ভিউ-এর উপর ১ ডলার থেকে ২৫ ডলার পর্যন্ত এখজন ইউটিউবার আয় করতে পারবেন।
advertisement
6/9
সাধারণত, ইউটিউব চ্যানেলের ভিডিয়োর ভিউ ১০০০ পেরোলেই আপনি আয় করা শুরু করবেন।
advertisement
7/9
ইউ টিউব শর্টসে এক হাজার ভিউতে তিন ডলার করে পেতে পারেন। অর্থাৎ ১০০০ ভিউ হলে ভারতীয় মুদ্রায় প্রায় ২৫০ টাকা আয় করা যায়।
advertisement
8/9
এখন ইউটিউব শর্টসে লোকজনের আগ্রহ বাড়ছে। শর্টসে অনেক বেশি ভিউ আসছে।
advertisement
9/9
যদিও মনে রাখবেন, দীর্ঘ ভিডিও থেকে বেশি উপার্জন করা যায়। এমনকী অ্যাড ও প্রোমোশন আসে দীর্ঘ ভিডিও থেকেই।