TRENDING:

AC Remote: রিমোটের প্রয়োজন নেই, ফোনের এক ক্লিকেই নিয়ন্ত্রণ হবে এসির তাপমাত্রা! কীভাবে জানুন

Last Updated:
Air Condition Smart Control: অনেক Android ফোনেই ইন-বিল্ট ইনফ্রারেড ব্লাস্টার থাকে। এটি কাজ করে সাবেক রিমোট কন্ট্রোলের মতো।
advertisement
1/9
রিমোটের প্রয়োজন নেই, ফোনের এক ক্লিকেই নিয়ন্ত্রণ হবে এসির তাপমাত্রা! কীভাবে জানুন
*ঘড়ি, টেলিভিশনের জায়গা অনায়াসে দখল করে ফেলেছে হাতের মোবাইল। এবার শেষ রিমোটের দিনও। ঘরের তাপমাত্রা সহজেই নিয়ন্ত্রণ করা যেতে পারে নিজের হাতের স্মার্টফোন বা ট্যাবলেট দিয়ে। সংগৃহীত ছবি। 
advertisement
2/9
*শুধু এসি নয়, টিভি, সেট-টপ বক্স, স্মার্ট গ্যাজেটও নিয়ন্ত্রণ করা সম্ভব স্মার্টফোন থেকেই। প্রয়োজন শুধু কিছু উপযুক্ত অ্যাপ। সংগৃহীত ছবি। 
advertisement
3/9
*আসলে অনেক Android ফোনেই ইন-বিল্ট ইনফ্রারেড ব্লাস্টার থাকে। এটি কাজ করে সাবেক রিমোট কন্ট্রোলের মতো। IR সিগন্যাল আছে, এমন যে কোনও এয়ার কন্ডিশনারকে নিয়ন্ত্রণ করতে চাইলে IR Universal Remote বা Galaxy Universal Remote-এর মতো যেকোনও একটি ইউনিভার্সাল রিমোট অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। সংগৃহীত ছবি। 
advertisement
4/9
*প্রথমেই Google Play Store থেকে একটি স্মার্ট এয়ার কন্ডিশনিং কন্ট্রোলার অ্যাপ বেছে নিতে হবে যা, নিজের ডিভাইসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তার আগে নিজের এসি ইউনিট এবং কোন ফিচারগুলি গুরুত্বপূর্ণ সেবিষয়ে চিন্তাভাবনা করে রাখতে হবে। সংগৃহীত ছবি। 
advertisement
5/9
*নিজের এয়ার কন্ডিশনারটির সঙ্গে কোন রিমোট কন্ট্রোল অ্যাপ্লিকেশন কাজ করতে পারে তা দেখে নিতে হবে। কিছু ব্র্যান্ডের নিজস্ব একচেটিয়া অ্যাপ্লিকেশন থাকে। সংগৃহীত ছবি। 
advertisement
6/9
*অ্যাপ ইনস্টল করা হয়ে গেলে হোম পেজে গিয়ে ফ্যানের স্পিড, টেম্পারেচর বা ইন্টিগ্রিটি বেছে নেওয়া যেতে পারে। সংগৃহীত ছবি। 
advertisement
7/9
*AC-তে লেটেস্ট ফার্মওয়্যার ইনস্টল করা আছে কিনা তা নিশ্চিত করতে, গুরুত্বপূর্ণ সফ্টওয়্যার আপডেটও পরীক্ষা করে নেওয়া যেতে পারে এই অ্যাপ থেকে। সংগৃহীত ছবি। 
advertisement
8/9
*অ্যাপটিতে কী কী ইন-বিল্ট ফিচার রয়েছে সেই বিষয়ে জেনে নিতে হবে। ব্যবহারকারী ঘুমোচ্ছেন নাকি ঘরে কাজ করছেন, নাকি বাড়ির বাইরে রয়েছে— সব দিক খতিয়ে দেখে এসি নিয়ন্ত্রণ করা সম্ভব এই অ্যাপের দ্বারা। সংগৃহীত ছবি। 
advertisement
9/9
*যদি ব্যবহারকারী এয়ার কন্ডিশনারটিকে একটি নির্দিষ্ট তাপমাত্রায় ঠান্ডা করতে চান তাহলে তিনি এই অ্যাপে অনায়াসে একটি টাইমার ব্যবহার করতে পারেন। অথবা ‘শিডিউল’ও সক্রিয় করে রাখতে পারেন। ব্যবহারকারীর এসি Alexa-র সঙ্গে যুক্ত করা গেলে আরও সুবিধা পাওয়া যেতে পারে। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
AC Remote: রিমোটের প্রয়োজন নেই, ফোনের এক ক্লিকেই নিয়ন্ত্রণ হবে এসির তাপমাত্রা! কীভাবে জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল