TRENDING:

Major Two Wheeler Launches January 2022: একখানা দারুন মোটরসাইকেলের শখ? জানুয়ারি মাসে লঞ্চ হওয়া মডেলগুলি দেখুন

Last Updated:
Motorcycle News: নতুন বছরের প্রথম মাসে একের পর এক অসাধারণ মোটরসাইকেল লঞ্চ হয়েছে।
advertisement
1/6
একখানা দারুন মোটরসাইকেলের শখ? জানুয়ারি মাসে লঞ্চ হওয়া মডেলগুলি দেখুন
2022 Honda CBR650R and CB300R: হন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া 22 জানুয়ারি এই মডেল লঞ্চ করেছে। CB300R এর আগে ২১ ডিসেম্বর প্রদর্শনীতে দেখানো হয়। দাম ২.৯৩ লাখ, এক্স শোরুম, দিল্লি। 2022 CBR650R লঞ্চ হয় ২৫ জানুয়ারি। দাম ৮.৮৯ লাখ থেকে শুরু।
advertisement
2/6
FZS 25: Yamaha Motor India ২৪ জানুয়ারি FZS 25 আপডেট হবে বলে জানায়. এই মডেল নতুন দুটি রঙে পাওয়া যাবে। এর বাইরে তেমন কোনও আপডেট নেই। দাম ১.৩৮ লাখ থেকে শুরু।
advertisement
3/6
Yezdi Roadster, Adventure এবং Scrambler: Mahindra Group এর সংস্থা Classic Legends ইয়েজদি-র তিনটি মডেল লঞ্চ করেছে। এই তিনটি মডেল হল- Yezdi Roadster, Scrambler ও Adventure. Yezdi Roadster এর দাম ১,৯৮,১৪২ লাখ টাকা (এক্স শোরুম, দিল্লি), Scrambler -এর দাম ২,০৪,৯০০ ও Yezdi Adventure -এর দাম ২,০৯,৯০০, এক্স শোরুম, দিল্লি।
advertisement
4/6
Komaki Ranger: Komaki ২৪ জানুয়ারি ভারতের প্রথম ইলেকট্রিক ক্রুজার বাইক লঞ্চ করে। komaki ranger বাইকের দাম ১.৬৮ লাখ টাকা (এক্স শোরুম) থেকে শুরু। ২৬ জানুয়ারি থেকে বুকিং শুরু হয়েছে। সিঙ্গল চার্জে এই বাইক যাবে ২২০ কিমি। এই বাইকের সঙ্গে বাজাজ অ্যাভেঞ্জার-এর মিল রয়েছে।
advertisement
5/6
Tork Kratos: Tork Motors ভারতে Kratos EV লঞ্চ করেছে। ভারতে পাওয়া যাবে দুটি ভ্যারিয়েন্ট- Standard Kratos ও High-spec Kratos R. Kratos EV-র দাম ১.০২ লাখ, এক্স শোরুম, দিল্লি।
advertisement
6/6
2022 KTM 250 Adventure : বাজাজ অটো ১২ জানুয়ারি 2022 কেটিএম 250 অ্যাডভেঞ্চার আপডেটেড ভার্সন লঞ্চ করেছে। দাম ২.৩৫ লাখ (এক্স শোরুম, দিল্লি)। কোয়াটার লিটার প্রিমিয়াম অ্যাডভেঞ্চার কেএটিএম পাওয়া যাবে ইলেকট্রনিক অরেঞ্জ ও ফ্যাক্টরি রেসিং ব্লু কালার ভ্যারিয়েন্ট-এ।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Major Two Wheeler Launches January 2022: একখানা দারুন মোটরসাইকেলের শখ? জানুয়ারি মাসে লঞ্চ হওয়া মডেলগুলি দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল