আকর্ষণীয় অফারের সঙ্গে আজ ফের ফ্ল্যাশ সেলে পাওয়া যাচ্ছে Redmi Note 9 Pro Max
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
জেনে নিন Redmi Note 9 Pro Max-এর দাম আর স্পেসিফিকেশন
advertisement
1/6

আজ, ২৯ জুলাই ফ্ল্যাশ সেলে পাওয়া যাচ্ছে Xiaomi-র ৬৪ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা স্মার্টফোন Redmi Note 9 Pro Max। এই বছর মার্চ মাসে লঞ্চ হয়েছিল Redmi Note 9 Pro Max। তারপর তেহকে বেশ কয়েকবার ফ্ল্যাশ সেলে বিক্রি হয়েছে এই ফোনটি। আজ প্রথম ফ্ল্যাশ সেলে পাওয়া যাচ্ছে Redmi Note 9 Pro Max স্মার্টফোনের 8GB ভারিইয়েন্টটি। আজ দুপুর ১২ টা থেকে Mi-এর অফিশিয়াল ওয়েবসাইট Mi.com পাওয়া যাচ্ছে ফোনটি, রয়েছে একাধিক অফারও।
advertisement
2/6
Redmi Note 9 Pro Max-এর দাম শুরু হচ্ছে ১৬,৯৯৯ টাকা থেকে। এই দামে গ্রাহকরা পেয়ে যাবেন ৬ জিবি RAM + ৬৪জিবি স্টোরেজে ভেরিয়েন্টটি। ৬ জিবি RAM + ১২৮জিবি স্টোরেজে ভেরিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা আর ৮ জিবি RAM + ১২৮জিবি স্টোরেজে ভেরিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা।
advertisement
3/6
গ্রাহকরা যদি ফোনটি অ্যামাজন থেকে ফোনে কেনে তাহলে পেয়ে যাবেন নো-কোস্ট আর স্ট্যান্ডার্ড ইএমআই এর অপশন। সেই সঙ্গে প্রাইম মেম্বারা যদি অ্যামাজন পে ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করেন তাহলে পেয়ে যাবেন ৫% ছাড়।
advertisement
4/6
Redmi Note 9 Pro Max-এর ফিচার্স - ডুয়াল সিম Redmi Note 9 Pro Max-এ রয়েছে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে, আর প্রটেকশনের জন্য Gorilla Glass ৫। Redmi Note 9 Pro-এ Android ১০ অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 720G প্রসেসর, রয়েছে Adreno 618 GPU গ্রাফিক কার্ড। নীল, সাদা ও কালো রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।
advertisement
5/6
ছবি তোলার জন্য ফোনে রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটা আপ। প্রাইমারি ক্যামেরায় ৬৪ মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর ৫ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। আর সেলফির জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেলে ইন ডিসপ্লে ক্যামেরা।
advertisement
6/6
কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে Bluetooth v5.0, ইনফ্রারেড (IR), USB Type-C ও 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে ৫,০২০ mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 33W ফাস্ট চার্জার।