TRENDING:

Xiaomi লঞ্চ করেছে আকর্ষণীয় ট্যাব, ১১ ইঞ্চি স্ক্রিনের সঙ্গে পাওয়া যাবে বড় ব্যাটারি, দাম জানলেও অবাক হবেন!

Last Updated:
Xiaomi-র এই Xiaomi Pad 6 ট্যাবলেট Snapdragon 870 প্রসেসর দিয়ে সজ্জিত এবং এটি Android ১৩ ভিত্তিক MIUI ১৪-তে চলে।
advertisement
1/6
Xiaomi লঞ্চ করেছে আকর্ষণীয় ট্যাব, ফিচার থেকে দাম, জেনে নিন খুঁটিনাটি
জনপ্রিয় কোম্পানি Xiaomi ভারতে লঞ্চ করেছে তাদের নতুন ট্যাব। Xiaomi মঙ্গলবার ভারতে লঞ্চ করেছে তাদের আধুনিক Xiaomi Pad 6। এই বছরের শুরুর দিকে এই Xiaomi Pad 6 ট্যাবলেট চিনে লঞ্চ করা হয়। Xiaomi-র এই Xiaomi Pad 6 ট্যাবলেট Snapdragon 870 প্রসেসর দিয়ে সজ্জিত এবং এটি Android ১৩ ভিত্তিক MIUI ১৪-তে চলে। এছাড়াও এই Xiaomi Pad 6-এ রয়েছে আরও আধুনিক ফিচার। এক নজরে দেখে নেওয়া যাক Xiaomi Pad 6-এর সমস্ত ফিচার।
advertisement
2/6
ভারতে Xiaomi Pad 6 এর ৬ GB + ১২৮ GB ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৬৯৯৯ টাকা। অন্য দিকে, Xiaomi Pad 6-এর ৮ GB + ২৫৬ GB ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৮৯৯৯ টাকা। ভারতে Xiaomi Pad 6 গ্রাফাইট গ্রে এবং মিস্ট ব্লু রঙের বিকল্পে চালু করা হয়েছে। Xiaomi Pad 6-এর উপরে গ্রাহকরা ICICI ব্যাঙ্কের মাধ্যমে আকর্ষণীয় ছাড় পাবেন। ICICI ব্যাঙ্কের ছাড়ের মাধ্যমে ভারতে Xiaomi Pad 6-এর উভয় ভ্যারিয়েন্টের দাম হবে যথাক্রমে ২৩৯৯৯ টাকা এবং ২৫৯৯৯ টাকা।
advertisement
3/6
Xiaomi-এর তরফে জানানো হয়েছে যে, এই ট্যাবলেটটি ২১ জুন থেকে ভারতে Amazon ও Xiaomi-এর অফিসিয়াল সাইট এবং অন্যান্য খুচরো স্টোরের মাধ্যমে বিক্রি করা হবে। Xiaomi Pad 6 এর কি-বোর্ড, কভার এবং স্মার্ট পেনের (২nd Gen) দাম যথাক্রমে ৪৯৯৯ টাকা, ১৪৯৯ টাকা এবং ৫৯৯৯ টাকা রাখা হয়েছে। ২১ জুন থেকে তাদেরও বিক্রি শুরু হবে।
advertisement
4/6
Xiaomi-র এই ট্যাবলেটটি Android ১৩ ভিত্তিক MIUI ১৪-তে চলে। এতে ৫৫০ নিটস পিক ব্রাইটনেস এবং ১৪৪Hz রিফ্রেশ রেট সহ একটি ১১ ইঞ্চির ২.৮ K (১৮০০ x ২৮৮০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে রয়েছে।
advertisement
5/6
এই ট্যাবলেটটিতে ৮ GB পর্যন্ত LPDDR5 RAM এবং ২৫৬ GB পর্যন্ত UFS ৩.১ স্টোরেজ সহ Snapdragon ৮৭০ প্রসেসর রয়েছে। ফটোগ্রাফির জন্য, এই ট্যাবলেটের ব্যাকে ১৩ MP প্রাইমারি ক্যামেরা এবং সামনে ৮ MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
advertisement
6/6
Xiaomi Pad 6-তে Dolby Atmos সাপোর্ট সহ একটি কোয়াড-স্পিকার সেটআপও রয়েছে। কানেকটিভিটির ক্ষেত্রে এটি Wi-Fi 6, Bluetooth 5.3 এবং একটি USB Type-C পোর্ট রয়েছে। এতে একটি ৮৮৪০ mAh ব্যাটারি সহ ৩৩W তারযুক্ত ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Xiaomi লঞ্চ করেছে আকর্ষণীয় ট্যাব, ১১ ইঞ্চি স্ক্রিনের সঙ্গে পাওয়া যাবে বড় ব্যাটারি, দাম জানলেও অবাক হবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল