ফোন খুঁজে পাচ্ছে না ? এবার আপনার হয়ে কাজটি করে দেবে এই ফিটনেস ব্যান্ড !
Last Updated:
এই ফিটনেস ব্যান্ডে রয়েছে 110 mAh ব্যাটারি, কোম্পানি অনুযায়ী একবার চার্জ করলে এই ব্যান্ড চলবে 20 দিন
advertisement
1/5

Xiaomi লঞ্চ করল নতুন ফিটনেস ব্যান্ড Mi Smart Band 3i। এটি Mi Band HRX-এর আপগ্রেড ভার্সন। এই ফিটনেস ব্যান্ডটি যে শুধু আপনার হাঁটা ট্র্যাক করবে তা নয়, স্লিপ ট্র্যাকিং আর আপনি কত ক্যালরি কমিয়েছেন সেটারও ট্র্যাক রাখবে।
advertisement
2/5
আর, ২১ নভেম্বর থেকে Mi Band 3i-এর প্রি অর্ডার শুরু হয়েছে Mi.com ওয়েবসাইটে। এই ব্যান্ডির দাম ১২৯৯ টাকা। কোম্পানি জানিয়েছে যে এই ব্যান্ডটি বিশেষ কএ ভারতের জন্য তৈরি করা হয়েছে।
advertisement
3/5
Mi Band 3i-এ রয়েছে মোনোক্রোম AMOLED ডিসপ্লে। এই ফিটনেস ব্যান্ডে রয়েছে 110 mAh ব্যাটারি, কোম্পানি অনুযায়ী একবার চার্জ করলেই 20 দিন চলবে। শুধু এই নয়, এই ব্যান্ডটি ওয়াটার রেজিস্টেন্ট। মানে আপনি বৃষ্টিতে বা সাঁতারের সময় আপনাকে এই ব্যান্ডটি খুলতে হবে না।
advertisement
4/5
এই ব্যান্ডটির একটি বিশেষত্ব হল এর Find Device ফিচারটি। এই ফিচারটির সাহায্যে আপনি সহজেই নিজের ফোন খুঁজে বার করতে পারবেন। এর জন্য আপনাকে নিজের ফোনটি এই ব্যান্ডের সঙ্গে পেয়ার করে রাখতে হবে। এই ব্যান্ডের সাহায্যে আপনি নিজের ফোনের অনেক কাজ করতে পারবেন সহজেই। আপনি আগামী তিন দিনের আবহাওয়াও জানতে পাবেন।
advertisement
5/5
Mi Band 3i-এর ওজন ৩৮.২ গ্রাম। এই ফিটনেস ব্যান্ডটি কানেক্ট করা যাবে Android 4.4 বা তার বেশি অথবা iOS 9.0 বা তার বেশি ডিভাইসের সঙ্গে। এছাড়াও এ ব্যান্ডটি ইভেন্ট রিমাইন্ডাতিয়ার অ্যালার্মেরও কাজ করবে। এটা দেখতে অনেকটি Mi Band 3-এর মতো কিন্তু এতে হার্ট রেট সেন্সর নেই।