World Emoji Day : কোন ইমোজিগুলো সবচেয়ে বেশি ব্যবহার করি আমরা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
দেখে নিন কোন ১০টি ইমোজি সবচেয়ে বেশি ব্যবহার করি আমরা
advertisement
1/10

হাসি, কান্না, মন খারাপ, উল্লাস সব কিছুই বোঝানোর এখন আমাদের সঙ্গী তো ইমোজিই । প্রিয়জন দূরে থাকলেও, কথা না হলেও যা দিয়ে সহজেই বুঝিয়ে দেওয়া যায় যেকোনও অনুভূতি । আজ ওয়ার্ল্ড ইমোজি ডে । দেখে নিন কোন ১০টি ইমোজি সবচেয়ে বেশি ব্যবহার করি আমরা ।
advertisement
2/10
টিয়ারস অফ জয়: চোখে জল, মুখে হাসি । বোঝানোর সবচেয়ে ভাল উপায় এই ইমোজি । ২০১৪-২০১৮ পর্যন্ত যে ইমোজিগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে তার মধ্যে শীর্ষে রয়েছে এই ইমোজি ।
advertisement
3/10
স্মাইলিং ফেস উইথ হার্ট আইজ: আই লভ ইউ বা আই লভ দিস বোঝায় এই ইমোজি । জনপ্রিয় যে হবেই এই ইমোজি সেটাই তো স্বাভাবিক ।
advertisement
4/10
রেড হার্ট: দূরে থেকেও প্রিয়জনকে ভালবাসি জানাতে পারে যে ইমোজি তা তো মন জয় করবেই ইউজারদের ।
advertisement
5/10
গ্রিনিং ফেস: বন্ধুদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এই ইমোজি ।
advertisement
6/10
স্মাইলিং ফেস উইথ সানগ্লাসেস: মুখে হাসি, চোখে চশমা-র এই ইমোজি ব্যবহার করা হয় 'কুল' বোঝাতে।
advertisement
7/10
পার্টি পপার: পার্টি বা সেলিব্রেশন বোঝাতে দারুণ জনপ্রিয় এই ইমোজি ।
advertisement
8/10
স্মাইলিং ফেস উইথ স্মাইলিং আইজ: খুশি বা আনন্দ বোঝাতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই ইমোজি ।
advertisement
9/10
ইমোজির জন্মলগ্ন থেকে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে থামস আপ ইমোজি । সবচেয়ে জনপ্রিয়ও এই ইমোজি ।
advertisement
10/10
পাইল অফ পুপ: সফট সার্ভ আইসক্রিমের সঙ্গে দুটো চোখ । দেখতে এরকম লাগলেও আসলে বর্জ্য বোঝায় এই ইমোজি । টিজ করার জন্য সবচেয়ে জনপ্রিয় এই ইমোজি ।