TRENDING:

বাড়ছে করোনা আতঙ্ক, হু হু করে বাড়ছে বাড়িতে WiFi-লাগানোর প্রবণতা ,একধাক্কায় বেড়ে যাবে দাম

Last Updated:
ডংগেল ভারা নিয়ে গেলে আপনাকে খরচ করতে হবে ১৪০০ টাকা
advertisement
1/5
করোনায় 'ওয়ার্ক ফ্রম হোম'! বাড়ছে WiFi-লাগানোর প্রবণতা, একধাক্কায় বেড়ে যাবে দাম
করোনায় 'ওয়ার্ক ফ্রম হোম'। করোনা সতর্কতায় পদক্ষেপ বিভিন্ন সংস্থার। কর্মীদের অফিসে আসতে বারণ। বাড়ি থেকেই কাজ করার পরামর্শ। ইতিমধ্যেই বেশ কিছু তথ্য প্রযু্ক্তি কর্মী বাড়ি থেকে কাজ শুরু করেছেন। আর এর ফলে বিক্রি বেড়ে গিয়েছে ওয়াইফাই নেটওয়ার্কের জিনিসপত্রের, যেমন - রাউটার, মোবাইল হটস্পট ডংগেল।
advertisement
2/5
রিপোর্ট অনুযায়ী, ৬০ শতাংশ জাহিদা বেড়েছে ওয়াইফাই রাউটার, ডংগেল আর নতুন ইন্টারনেট কানেকশনের কারন। আর তার সঙ্গে চাহিদা বেড়েছে ভাড়াতে পাওয়া ডংগেলেরও।
advertisement
3/5
টেলিকম অপারেটর যেমন Bharti Airtel আর Reliance Jio প্যাক বা কানেকশনের দাম না বাড়ালেও, লোকাল ভেন্ডার বা রিটেলর-রা যারা ইন্টারনেট ডংগেল বিক্রি করে তারা এই সুযোগে এই সব জিনিস বিক্রি করছে ১০০-২৫০ টাকা দাম বাড়িয়ে।
advertisement
4/5
এই চাহিদা বেড়ে যাওয়ার ফলে Asus, Netgear, Reliance Jio আর Tenda-র মতো জনপ্রিয় ব্রান্ডের স্টক শেষের দিকে। মানে এই সব জিনিসের দাম বাড়ার সম্ভাবনা এখন আরও বেশি।
advertisement
5/5
ভাড়াতে JioFi 4G ডংগেলের সঙ্গে একটিভেট করা সিম আর আনলিমিটেড ইন্টারনেটের চাহিদাও এখন তুঙ্গে। এখন এই ডংগেল ভারা নিয়ে গেলে আপনাকে খরচ করতে হবে দনে ৫০ টাকা বা মাসে ১৪০০ টাকা করে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
বাড়ছে করোনা আতঙ্ক, হু হু করে বাড়ছে বাড়িতে WiFi-লাগানোর প্রবণতা ,একধাক্কায় বেড়ে যাবে দাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল