Work From Home: কম বাজেটে ফাস্ট ব্রডব্যান্ড? দেখে নিন 40 থেকে 100Mbps -এর বেস্ট প্ল্যানগুলি
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
বর্তমানে ওয়ার্ক ফ্রম হোম আর বাচ্চাদের বাড়িতেই পড়াশোনা হওয়ার খাতিরে ইন্টারনেটের ব্যবহার বহুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে।
advertisement
1/6

বিশ্ব জোড়া কোভিড-১৯ প্যান্ডেমিক মানুষের জীবনযাত্রায় এক আমূল পরিবর্তন এনেছে। প্রতি দিনের অফিস যাবার পাঠ আপাতত স্থগিত। অফিস এখন উঠে এসেছে বাড়িতেই। ঘরে বসেই মেইল পাঠানো, একের পর এক মিটিং। কিন্তু এর জন্য প্রয়োজন ভাল ইন্টারনেট কানেকশন। আগে ইন্টারনেট নিয়ে খুব বেশি মাথাব্যথা না থাকলেও বর্তমানে ওয়ার্ক ফ্রম হোম আর বাচ্চাদের বাড়িতেই পড়াশোনা হওয়ার খাতিরে ইন্টারনেটের চাহিদা তুঙ্গে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে একাধিক সংস্থাও আকর্ষণীয় অফার দিচ্ছে। কিন্তু বাজারে একাধিক ব্রডব্যান্ডের অপশন থাকায় কোনটা বেছে নেওয়া উচিত এই নিয়ে কনফিউশন থেকেই যায়। একসঙ্গে সবক'টা চাহিদা পূরণ হবে, সেই দিকেই তাকিয়ে থাকে সকলে।
advertisement
2/6
Jio Fibre ব্রডব্যান্ড প্ল্যান - Reliance Jio সম্প্রতি JioFiber নিয়ে হাজির হয়েছে। যা বাজেটের মধ্যে। অর্থাৎ ৩৯৯ টাকা একমাসের রিচার্জে 30Mbps পর্যন্ত স্পিড পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে আপনি পেয়ে যাবেন একটি ল্যান্ডলাইন নম্বর, যার থেকে আপনি আনলিমিটেড ফোন করতে পারবেন দেশের যে কোনও জায়গায়। আর যদি যদি বেশি ডেটা আর স্পিড চান তাহলে রয়েছে ৪৯৯ তাকার রিচার্জ, এতে আপনি পেয়ে যাবেন 40Mbps স্পিড, আর মাসে ৩৩৩৩ জিবি ডেটা। আপনি যদি 100Mbps এর প্ল্যান চান তাহলে আপনাকে খরচ করতে হবে ৬৯৯ টাকা।
advertisement
3/6
BSNL ভারত ফাইবার প্ল্যান - এই সংস্থার ৪৪৯ টাকায় 30Mbps-এর সুবিধা দিচ্ছে। এক্ষেত্রেও ফেয়ার ইউসেজ পলিসি বা FUP অনুযায়ী মাসে সর্বোচ্চ মোট 3300GB ডেটা ব্যবহার করা যাবে। জিও-র মত এখানেও আপনি পেয়ে যাবেন ল্যান্ডলাইন নম্বর আর আনলিমিটেড কলিং এর সুবিধা। ৭৯৯ প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন 100Mbps-এর আনলিমিটেড ডেটা, কিন্তু এই প্ল্যানটির সুবিধা সব জায়গার গ্রাহকরা পাবেন না।
advertisement
4/6
MTNL ব্রডব্যান্ড প্ল্যান - MTNL, শুধু মুম্বই ও দিল্লিতে পরিষেবা প্রদান করে, ও অফার দিচ্ছে। ৭৭৭ টাকায় 100Mbps ডেটা, মাসে 800GB হাই স্পিড ডেটা প্রতি মাসে দিচ্ছে। 800GB হয়ে গেলে 1Mbps করে ডেটা পাওয়া যাবে।
advertisement
5/6
Tata Sky Broadband-এও একাধিক প্ল্যান রয়েছে। যার মধ্যে অন্যতম জনপ্রিয় হল 50Mbps-এর প্ল্যান। আগাম ৩ মাস, ৬ মাস বা ১২ মাসের রিচার্জে এই সুবিধা পাওয়া যাবে। এছাড়াও 100Mbps বা তার থেকে বেশি প্ল্যানে গেলে প্রতি মাসে টাকা দেওয়া সুবিধা থাকছে। রয়েছে ৫৯৯ টাকা প্রতি মাস, ৫৫০ টাকা প্রতি মাস ও ৫০০ টাকা প্রতি মাসের প্ল্যান। এছাড়াও ৩ মাসের একসঙ্গে প্ল্যান নিলে দিতে হবে ১৭৯৭ টাকা। ৩৩০০ টাকা ৬ মাসের জন্য ও ৬০০০ টাকা ১২ মাসের জন্য।
advertisement
6/6
ACT ব্রডব্যান্ড। 50Mbps ডেটা পাওয়া যাবে এতে। প্রতি মাসে FUP অনুযায়ী সর্বোচ্চ 3300GB ডেটা পাওয়া যাবে। দাম ৭১০ টাকা। 50Mbps-এর আরও কিছু প্ল্যান রয়েছে।