Wireless Earphones: অনেক দাম দিয়ে কেনার পরও কাজ করছে না ওয়্যারলেস ইয়ারফোন! কিছু টিপস্ মেনে চলুন
- Published by:Suman Majumder
Last Updated:
Wireless Earphones: এত দাম দিয়ে কিনেও কাজ করছে না ইয়ারফোন! কয়েকটি টিপস জেনে রাখুন।
advertisement
1/6

ওয়্যারলেস ইয়ারফোন আজকাল সবচেয়ে জনপ্রিয় অডিও প্রো়াক্ট-এর মধ্যে একটি। বেশিরভাগ স্মার্টফোন ব্যবহারকারী এখন এই ধরণের ইয়ারফোন বেছে নিচ্ছেন। তবে সত্যি বলতে, ওয়্যারলেস ইয়ারফোনে অনেক সমস্যাও রয়েছে। বিশ্বজুড়ে ওয়্যারলেস ইয়ারফোন ব্যবহারকারীরা কানেক্টিভিটি, লেটেন্সি, সাউন্ড কোয়ালিটি এবং মাইকের সমস্যার কথা জানিয়েছেন।
advertisement
2/6
ওয়্যারলেস ইয়ারফোন এখন লেটেস্ট ট্রেন্ড। অনেকেই এই ধরণের ইয়ারফোন ব্যবহার করেন। প্রযুক্তিগত দিক থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে ইয়ারফোন। তবে কিছু সমস্যাও রয়েছে সঙ্গে।
advertisement
3/6
আপনি যদি আপনার স্মার্টফোন বা অন্য কোনো ডিভাইসের সঙ্গে ইয়ারফোন কানেক্ট করতে না পারেন এবং ইয়ারফোন ব্লুটুথ সেটিংসে কিছু দেখতে না পান, তা হলে কয়েকটি দিক নজরে রাখতে পারেন। প্রথমে দেখে নিন যে ইয়ারফোন চার্জ করা হয়েছে কি না! দুটি ইয়ারবাডই কেসের ভিতরে রয়েছে কি না দেখুন। এছাড়াও আপনাকে নিশ্চিত করতে হবে, ইয়ারফোনগুলি পেয়ারিং মোডে আছে কি না।
advertisement
4/6
একেকটি ইয়ারফোন কানেক্ট করার একেকরকম উপায় রয়েছে। তবে বেশিরভাগ TWS ইয়ারবাডের ক্ষেত্রে একটি একক বোতাম থাকে। তাই এটি দীর্ঘক্ষণ চাপলে ইয়ারফোনগুলিকে পেয়ারিং মোডে করা যায়। আপনাকে সবার আগে দেখে নিতে হবে, ইয়ারফোন আপনার স্মার্টফোনের সঙ্গে কম্পিটেবল কি না! তার পর দেখতে হবে, অন্য কোনও ডিভাইসের সঙ্গে ইয়ারফোন কানেক্টল হয়ে রয়েছে কি না!
advertisement
5/6
হেডফোনের একটি ইয়ারপিস থেকে আওয়াজ না বেরনো একটি খুব সাধারণ সমস্যা। TWS ব্যবহারকারীরাও এই সমস্যার সম্মুখীন হন। কখনও কখনও একটি ইয়ারবাডের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়ায় হয়। যদি দুটি ইয়ারবাড পুরোপুরি চার্জ হয়ে থাকে এবং তবুও একটি এখনও কাজ না করে, তা হলে বদল করতে হবে।
advertisement
6/6
TWS ইয়ারফোন চার্জ না হলে পোর্ট ও কানেক্টর পরিস্কার করে চেষ্টা করতে পারেন। তবে ওয়্যারলেস ইয়ারফোনের মাইকের কোয়ালিটির উপরও অনেক কিছু নির্ভর করে।