TRENDING:

Wireless Charger Floatpad 300: ফোনের ব্যাটারি শেষ হওয়ার চিন্তা শেষ, মুহূর্তের মধ্যে হয়ে যাবে চার্জ! সঙ্গে রাখুন এই জিনিস

Last Updated:
এক নজরে দেখে নেওয়া যাক বোটের সেই নতুন ওয়্যারলেস চার্জারের সমস্ত খুঁটিনাটি, তা কতটা কাজের।
advertisement
1/8
ফোনের ব্যাটারি শেষ হওয়ার চিন্তা শেষ, মুহূর্তের মধ্যে হয়ে যাবে চার্জ!
বর্তমানে আমাদের প্রায় সকলের কাছেই জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে স্মার্টফোন। অফিসের কাজ থেকে শুরু করে দৈনন্দিন বিভিন্ন কাজের জন্য আমাদের কাছে এখন একমাত্র ভরসা স্মার্টফোন। এর ফলে দিনের সবসময় স্মার্টফোনে চার্জ থাকা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
advertisement
2/8
অন্য দিকে আবার ফোন নির্মাতারা ধীরে ধীরে ফোনের বাক্স থেকে চার্জার সরিয়ে ফেলছে। এখন অনেক নতুন ফোনের বক্সের মধ্যেই ফোনের সঙ্গে আর চার্জার পাওয়া যায় না। তাই গ্রাহকদের সেই ফোনের জন্য আলাদা চার্জার ক্রয় করতে হয়। কারণ ফোন চার্জ না দিলে কাজ করা যাবে না। দিনের প্রায় সবসময় ফোন চালানোর জন্য ওয়্যারলেস চার্জার খুবই কাজের।
advertisement
3/8
এর মাধ্যমে নিজেদের ফোন খুব কম সময়ে ফুল চার্জ করা সম্ভব। এই বিষয়টি মাথায় রেখে জনপ্রিয় কোম্পানি বোট ইউজারের কষ্ট লাঘব করার জন্য বাজারে এনেছে নতুন ওয়্যারলেস চার্জার। এক নজরে দেখে নেওয়া যাক বোটের সেই নতুন ওয়্যারলেস চার্জারের সমস্ত খুঁটিনাটি, তা কতটা কাজের।
advertisement
4/8
বোটের নতুন ওয়্যারলেস চার্জারটির নাম Floatpad 300। বোট কোম্পানির এই নতুন ওয়্যারলেস চার্জারটির দাম ৯৯৯ টাকা রাখা হয়েছে। কিন্তু, ব্যাঙ্ক অফারের অধীনে Floatpad 300 আরও সস্তায় কেনা যাবে।
advertisement
5/8
যে সমস্ত ব্যবহারকারীরা চার্জিং নিয়ে টেনশনে রয়েছেন, তাঁদের জন্য নতুন Floatpad 300 ওয়্যারলেস চার্জারটি একটি ভাল বিকল্প হতে পারে। ব্যবহারকারীদের এটির সঙ্গে টাইপ-সি কেবল বিনামূল্যে দেওয়া হচ্ছে। Floatpad 300-এর ওয়ারেন্টি ১ বছরের জন্য।
advertisement
6/8
পর্যালোচনা করে দেখা গিয়েছে যে, গুণগত মানের দিক থেকে Floatpad 300 একটি দুর্দান্ত ডিভাইস। ফিচারের কথা বলতে গেলে Floatpad 300 চার্জারটির ডিজাইন খুবই সুন্দর। Floatpad 300-এর ওয়্যারলেস আউটপুট ৫W, ৭.৫W, ১০W এবং ১৫W-এর মধ্যে রাখা হয়েছে।
advertisement
7/8
নিরাপত্তার জন্য বিশেষ ফিচার - Floatpad 300 একটি Qi সার্টিফায়েড ডিভাইস, এতে ইনবিল্ট স্মার্ট আইসি সুরক্ষা রয়েছে। অর্থাৎ অতিরিক্ত চার্জের কারণে মোবাইল ফোনের কোনও ক্ষতি হবে না।
advertisement
8/8
এছাড়াও বোট আরেকটি ওয়্যারলেস চার্জার চালু করেছে, যার নাম 'Floatpad 350'। এই ওয়্যারলেস চার্জারের দাম ১০৯৯ টাকা। বোটের এই ওয়্যারলেস চার্জারটিতে ১২ স্তরের স্মার্ট আইসি সুরক্ষা রয়েছে, যা ডিভাইসটিকে শর্ট সার্কিট থেকে রক্ষা করে। এর সঙ্গে ব্যবহারকারীদের টাইপ-সি চার্জিং কেবলও দেওয়া হচ্ছে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Wireless Charger Floatpad 300: ফোনের ব্যাটারি শেষ হওয়ার চিন্তা শেষ, মুহূর্তের মধ্যে হয়ে যাবে চার্জ! সঙ্গে রাখুন এই জিনিস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল