TRENDING:

'XXX' শব্দটার মানে কী? প্রাপ্তবয়স্কদের সিনেমার সঙ্গে কেন জুড়ে থাকে এই শব্দ!

Last Updated:
ট্রিপল-এক্স। কেন প্রাপ্তবয়স্কদের কন্টেন্টকে ট্রিপল এক্স বলা হয়! XXX কোথাও লেখা থাকলে বুঝতে হবে সেটি প্রাপ্তবয়স্কদের কন্টেন্ট। XXX- এর কিন্তু ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে।
advertisement
1/7
'XXX' শব্দটার মানে কী? প্রাপ্তবয়স্কদের সিনেমার সঙ্গে কেন জুড়ে থাকে এই শব্দ!
শুনেছেন অনেকেই শব্দটা। ট্রিপল-এক্স। কেন প্রাপ্তবয়স্কদের কন্টেন্টকে ট্রিপল এক্স বলা হয়! XXX কোথাও লেখা থাকলে বুঝতে হবে সেটি প্রাপ্তবয়স্কদের কন্টেন্ট। XXX- এর কিন্তু ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে।
advertisement
2/7
এখনকার সময় দাঁড়িয়ে ইন্টারনেটে বহু মানুষ XXX লিখে প্রাপ্তবয়স্কদের কন্টেন্ট সার্চ করেন। Quora-তে অনেকেই এই শব্দের মানে জিজ্ঞাসা করেন। অনেকে উত্তরও দেন। সঠিক উত্তর আজ আমরা আপনাদের জানাব।
advertisement
3/7
যে কোনো ধরনের অ্যাডাল্ট কন্টেন্ট XXX বা Triple X বলা হয়। ১৯৬৮ সালে মোশন পিকচার অ্যাসোসিয়েশন অফ আমেরিকা (MPAA) প্রাপ্তবয়স্কদের কন্টেন্ট বিতরণের জন্য এক্স-রেটিং চালু করেছিল।
advertisement
4/7
এই নিয়ে অনেকের অনেক রকম দাবি রয়েছে। কেউ বলেন, ২০১০ সালে ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (ICANN) ( একটি ইন্টারনেট-ওভারসাইজিং কোম্পানি) আনুষ্ঠানিকভাবে প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটে ব্যবহার করার জন্য .xxx ডোমেন তৈরির অনুমোদন
advertisement
5/7
এদিকে আবার প্রাপ্তবয়স্কদের বিষয়বস্তুর কথা বাদ দিলে মোবাইলে চ্যাট করার সময়ও XXX শব্দ ব্যবহার করা হয়। সেখানে XXX মানে কিসেস। xoxo মানে আলিঙ্গন এবং চুম্বন।
advertisement
6/7
সংখ্যার বিচারের ক্ষেত্রেও এই শব্দটির ব্যবহার রয়েছে। এই যেমন ধরুন, রোমান হরফ অনুযায়ী XXX-এর অর্থ ৩০ সংখ্যা। অনেকক্ষেত্রে এই রোমান হরফ ব্যবহার করা হয়।
advertisement
7/7
অফিসে কাজের ক্ষেত্রেও এই শব্দের যথেষ্ট গুরুত্ব রয়েছে। সরকারি অফিসে XXX এর অর্থ খুবই গুরুত্বপূর্ণ। ম্যানেজার বা কোনও কর্তা যদি কোনো চিঠিতে XXX লেখেন তা হলে অন্য সব কাজের আগে সেই কাজটি ধরতে হবে কর্মচারীদের।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
'XXX' শব্দটার মানে কী? প্রাপ্তবয়স্কদের সিনেমার সঙ্গে কেন জুড়ে থাকে এই শব্দ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল