স্মার্টফোন কতটা চার্জ করতে হয়? ৮০% নাকি ৯০? জানলে ফোন ভাল থাকবে
- Published by:Suman Majumder
Last Updated:
Smartphone battery charging rules: কতটা চার্জ করা উচিত স্মার্টফোনেপ ব্যাটারি! জেনে নিন।
advertisement
1/6

আমাদের মধ্যে অনেকেই স্মার্টফোনের ব্যাটারি ১০০ শতাংশ চার্জ করে ফেলি। বেশিরভাগ সময় চার্জে বসিয়ে ভুলে গেলে এমনটা হয়।
advertisement
2/6
এখন বেশিরভাগ মানুষই দিনের অনেকটা সময় স্মার্টফোন ব্যবহার করেন। ফলে ব্যাটারি ড্রেন হয় দ্রুত। চার্জ দিতে হয় বারবার। তবে একটু সতর্ক হয়ে চার্জ দিলে ফোনের স্বাস্থ্য থাকবে ভাল।
advertisement
3/6
অনেকেই ব্যাটারির চার্জ কমে ১০ শতাংশ হলে তবেই চার্জ দেন। আবার ফুল চার্জ দিতে ভালবাসেন অনেকে।
advertisement
4/6
বিশেষজ্ঞরা বলছেন, ১০ শতাংশের কম চার্জ থাকলে ব্যাটারির উপর চাপ পড়ে। আবার ১০০ শতাংশ চার্জ হলেও ব্যাটারির উপর প্রেসার পড়ে।
advertisement
5/6
স্মার্টফোনের ব্যাটারি সর্বোচ্চ ৮০ শতাংশ চার্জ দেওয়া ভাল। অন্যদিকে, ব্যাটারি ২০ শতাংশে নেমে গেলেই চার্জে বসানো উচিত।
advertisement
6/6
মনে রাখবেন, স্মার্টফোন কখনওই ১০০ শতাংশ চার্জ করা উচিত নয়। এতে লিথিয়াম আয়ন ব্যাটারি ক্ষতিগ্রস্থ হওযার সম্ভাবনা বাড়ে।