এসি কেন সাদা রঙের হয়? রয়েছে বিশেষ একটি কারণ, বাড়িতে AC থাকলে জেনে নিন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Air Conditioner Knowledge Story: স্প্লিট এসি-র ক্ষেত্রে এখন অনেক সময় কিছু কোম্পানি অন্য রঙের উৎপাদন করে। ইন্টিরিয়রের হিসেবেও সাদা ছাড়া অন্য রঙের এসি এখন পাওয়া যায় বটে। তবে আউটডোর ইউনিট সব সময় সাদা। রঙেরই হয়।
advertisement
1/8

দেশের বিভিন্ন জায়গায় এখন তাপপ্রবাহ চলছে। ফলে দেশজুড়ে বহু জায়গায় এসি, কুলার কেনার ধুম পড়েছে। দোকানে দোকানে এখন গ্রাহকদের ভিড়। এসির ঠান্ডা বাতাসে প্রাণ জুড়োতে চাইছেন বহু মানুষ।
advertisement
2/8
এসি কিনলেই তো হল না। সব থেকে চিন্তার কারণ হয়ে দাঁড়ায় বিদ্যুতের বিল। সেটা বেশি হলে কিন্তু এসি বাড়তি বোঝা বলে মনে হতে পারে।
advertisement
3/8
তবে আজ আমরা এসি চালালে কত বিদ্যুতের বিল আসবে, সেরকম কোনও প্রতিবেদন প্রকাশ করব না। বরং আজ এসি নিয়ে একটি সাধারণ তথ্য আপনাদের জানাব।
advertisement
4/8
অনেকই হয়তো দেখেছেন, এসি সাধারণত সাদা রঙের হয়। তা সে স্প্লিট হোক বা উইন্ডো এসি। এটার পিছনে রয়েছে বড় একটা কারণ।
advertisement
5/8
এখন কিছু অত্যাধুনিক এসি লাল, কালো ইত্যাদি রঙেরও হয়। তবে এসির আউটডোর ইউনিট কিন্তু সাদা ছাড়া অন্য রঙের প্রায় দেখাই যায় না।
advertisement
6/8
স্প্লিট এসি-র ক্ষেত্রে এখন অনেক সময় কিছু কোম্পানি অন্য রঙের উৎপাদন করে। ইন্টিরিয়রের হিসেবেও সাদা ছাড়া অন্য রঙের এসি এখন পাওয়া যায় বটে। তবে আউটডোর ইউনিট সব সময় সাদা। রঙেরই হয়।
advertisement
7/8
আসলে সাদা রঙ হিট রিফ্লেক্ট করে। ফলে এসির ভিতরে কম্প্রেসার গরম হলেও সমস্যা হয় না। এছাড়া আউটডোর ইউনিট বেশিরভাগ জায়গায় রোদে ইনস্টল করা হয়ে থাকে। ফলে সেটি সাদা ছাড়া অন্য রঙের হলে বেশি তাপে সমস্যা হতে পারে।
advertisement
8/8
এসির আউটডোর ইউনিট সরাসরি রোদে রাখা উচিৎ নয়। এতে ইউনিট তাড়াতাড়ি খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তা ছাড়া রোদ থাকলে মেশিন ঠাণ্ডা হতে বেশি শক্তি প্রয়োজন হয়। ফলে বিদ্যুতের বিলও বেশি আসতে পারে।