AC-র রঙ সব সময় সাদা হয় কেন? রয়েছে বিশেষ এক কারণ, জেনে নিন আজ
- Published by:Suman Majumder
Last Updated:
Why is AC color white: AC মানেই সাদা রঙের হবে! এর পিছনে কী কারণ রয়েছে? জেনে নিন।
advertisement
1/6

দেশের বিভিন্নি জায়গায় এখন তাপপ্রবাহ চলছে। ফলে দেশজুড়ে এসি, কুলার কেনার ধুম পড়েছে। দোকানে দোকানে এখন গ্রাহকদের ভিড়।
advertisement
2/6
অনেকেই হয়তো লক্ষ্য করেছেন, বেশিরভাগ এসি০র রঙ সাদা। বিশেষ করে আউটডোর ইউনিট সব সময় সাদা রঙেরই হয়ে থাকে।
advertisement
3/6
স্প্লিট এসি-র ক্ষেত্রে এখন অনেক সময় কিছু কোম্পানি অন্য রঙের উৎপাদন করে। ইন্টিরিয়রের হিসেবেও সাদা ছাড়া অন্য রঙের এসি এখন পাওয়া যায় বটে। তবে আউটডোর ইউনিট সব সময় সাদা।
advertisement
4/6
অনেকেই জানেন না, কেন এসি-র আউটডোর ইউনিট সব সময় সাদা রঙেরই হয়!
advertisement
5/6
আসলে সাদা রঙ হিট রিফ্লেক্ট করে। ফলে এসির ভিতরে কম্প্রেসার গরম হলেও সমস্যা হয় না। এছাড়া আউটডোর ইউনিট বেশিরভাগ জায়গায় রোদে থাকে। ফলে সেটি সাদা ছাড়া অন্য রঙের হলে বেশি তাপে সমস্যা হতে পারে।
advertisement
6/6
এসির আউটডোর ইউনিট সরাসরি রোদে রাখা উচিৎ নয়। এতে ইউনিট তাড়াতাড়ি খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তা ছাড়া রোদ থাকলে মেশিন ঠাণ্ডা হতে বেশি শক্তি প্রয়োজন হয়। ফলে বিদ্যুতের বিলও বেশি আসতে পারে।