TRENDING:

চ্যানেলের মাসিক রিপোর্ট তৈরি হবে স্বয়ংক্রিয়ভাবে, নতুন ফিচার নিয়ে আসছে WhatsApp

Last Updated:
শুধু তাই নয়, এই ফিচার থেকে অ্যাকাউন্ট এবং চ্যানেলের কার্যকলাপ সম্পর্কেও জানা যাবে।
advertisement
1/7
চ্যানেলের মাসিক রিপোর্ট তৈরি হবে স্বয়ংক্রিয়ভাবে, নতুন ফিচার নিয়ে আসছে WhatsApp
ইউজারদের জন্য নিত্যনতুন ফিচার নিয়ে আসে WhatsApp। যাতে অ্যাপ ব্যবহার আরও আকর্ষণীয় হয়। এটাই প্রধান লক্ষ্য। পাশাপাশি ইউজারদের অভিজ্ঞতা উন্নতির দিকটাও নজরে রাখে WhatsApp। এবার তারাই একটা নতুন ফিচারের উপর কাজ করছে।
advertisement
2/7
কী সেই ফিচার? জানা গেছে, মেটা মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং জায়ান্ট অ্যাপ এমন একটা ফিচারের উপর কাজ করছে যাতে অ্যান্ড্রয়েড অ্যাকাউন্ট এবং চ্যানেলগুলোতে স্বয়ংক্রিয়ভাবে রিপোর্ট তৈরি করা যাবে।
advertisement
3/7
WhatsApp ফিচার ট্র্যাকার ডব্লিউএবিটাইনফো জানিয়েছে, চ্যানেলে এই ফিচার চলে এলে প্রতি মাসে এই রিপোর্ট পাঠানো যাবে। শুধু তাই নয়, এই ফিচার থেকে অ্যাকাউন্ট এবং চ্যানেলের কার্যকলাপ সম্পর্কেও জানা যাবে। এতে ইউজারদের কাজ কমে যাবে। তাঁরা পাবেন অতিরিক্ত সুবিধা। কারণ মাসিক রিপোর্ট স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যাচ্ছে। ইউজারের আর আলাদা করে পরিশ্রম করার দরকার পড়বে না।
advertisement
4/7
ডব্লিউএবিটাইনফো প্রতিবেদনে জানিয়েছে, ‘ইউজাররা যে কোনও সময় অ্যাকাউন্ট বা চ্যানেলের আপডেট পেয়ে যাবেন। তাঁদের আলাদা করে তথ্য ঘাঁটতে হবে না। বা ম্যানুয়ালি কিছু করার দরকার পড়বে না। এই স্বয়ংক্রিয় ফিচারটি ইউজারের হস্তক্ষেপ ছাড়াই প্রাসঙ্গিক তথ্যের সময় মতো বিতরণ নিশ্চিত করে। ফলে সময় এবং পরিশ্রম বাঁচে’।
advertisement
5/7
বেশিরভাগ আপডেটের মতো এটাও মাসিক রিপোর্টের তুলনা করে ট্রেন্ড এবং পরিবর্তনগুলো ট্র্যাক করতে ইউজারদের সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।
advertisement
6/7
এছাড়াও WhatsApp ওয়েব ক্লায়েন্টদের জন্য চ্যাট লক ফিচারের উপর কাজ করছে। WhatsApp টেক্সটিং পরিচালনার জন্য যাঁরা ওয়েব ক্লায়েন্টের উপর নির্ভরশীল তাঁদের কাজে আসবে এই ফিচার। যা ইহোক, এটা বলে রাখা গুরুত্বপূর্ণ, এই ফিচারের কাজ একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই, কবে আসবে তা এখনই বলা যাচ্ছে না।
advertisement
7/7
পাশাপাশি নতুন ফাইল শেয়ারিং ফিচার নিয়েও কাজ করছে WhatsApp। এতে ইউজাররা খুব সহজেই অন্য ইউজারের সঙ্গে ফাইল শেয়ার করতে পারবেন। ‘পিপল নিয়ারবাই’ অপশনে ক্লিক করে এই সুবিধা পাওয়া যাবে বলে জানা গিয়েছে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
চ্যানেলের মাসিক রিপোর্ট তৈরি হবে স্বয়ংক্রিয়ভাবে, নতুন ফিচার নিয়ে আসছে WhatsApp
Open in App
হোম
খবর
ফটো
লোকাল