TRENDING:

এবার নিরুপদ্রবে WhatsApp বন্ধ, সেখানেও আসছে বিজ্ঞাপন!

Last Updated:
এবার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস স্টোরিতে বিজ্ঞাপন
advertisement
1/5
এবার নিরুপদ্রবে WhatsApp বন্ধ, সেখানেও আসছে বিজ্ঞাপন!
হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। নিত্য নতুন ফিচার নিয়ে এসে আরও জনপ্রিয় হয়ে উঠছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। গতবছরও বেশ কিছু নতুন ফিচার যোগ হয়েহিল হোয়াটসঅ্যাপ। নতুন বছরের শুরুতেই যেই ফিচারটির যোগ হতে চলেছে সেই ফিচারটির কথা অনেক দিন আগেই জানিয়ে দিয়ে ছিল ফেসবুক।
advertisement
2/5
এবার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস স্টোরিতে বিজ্ঞাপন। হ্যাঁ, এই ফিচারটির কথা গত বছর নেদারল্যান্ডে আয়োজিত রোটারদামের ফেসবুক মার্কেটিং সামিটে (এফএমএস) ফেসবুক জানিয়ে দিয়েছিল যে ২০২০ সাল থেকে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস স্টোরিতে বিজ্ঞাপন দেখতে পারবেন ইউজাররা।
advertisement
3/5
বর্তমানে ফেসবুকে কোনও ভিডিও দেখার ক্ষেত্রে এটা ঘটে থাকে। স্টেটাসে ছবি-ভিডিও-ফাইল যাই আপলোড করা হবে, তার সঙ্গেই দেখা যাবে একটি বিজ্ঞাপন।
advertisement
4/5
এই ফিচারটি অনেকটি ইন্সটাগ্রামের মতো কাজ করবে। এখানে শুধু বিজ্ঞাপনদাতা এবং বিজ্ঞাপনটির একটি ঝলক দেখা যাবে। বিজ্ঞাপনে ক্লিক করলেই পৌছে যাওয়া যাবেন বিজ্ঞাপন দাতার ওয়েসাইটে।
advertisement
5/5
হোয়াটসঅ্যাপ সংস্থা জানিয়েছে, ভারতে হোয়াটসঅ্যাপের স্টোরিস ফিচার খুবই জনপ্রিয়। ২০১৭ সালে স্ট্যাটাস স্টোরি শুরু করেছিল হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রাম আর ফেসবুকের স্ট্যাটাস স্টোরির মতো।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
এবার নিরুপদ্রবে WhatsApp বন্ধ, সেখানেও আসছে বিজ্ঞাপন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল