এবার বদলে যাবে আপনার WhatsApp, আসছে নতুন ফিচার
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
জেনে নিন কী সেই নতুন ফিচার, যার জন্য বদলে যাবে চ্যাটের ডিজাইন
advertisement
1/5

হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। নিজের জনপ্রিয়াতা বজায় রাখতে নিত্য নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। ফের একবার একটি নতুন ফিচার লঞ্চ করতে চলেছে হোয়াটসঅ্যাপ ।
advertisement
2/5
WABetaInfo-র রিপোর্ট অনুযায়ী, নতুন এই ফিচারটি চ্যাট ডিজাইনের সঙ্গে জড়িত, যা ডার্ক মোডের জন্য লঞ্চ করবে হোয়াটসঅ্যাপ। রিপোর্টে বলা হয়েছে যে, হোয়াটসঅ্যাপ ডার্ক মোডের জন্য নতুন বাবেল রঙ টেস্ট করছে, যা আগামী দিনে লঞ্চ হতে পারে।
advertisement
3/5
WABetaInfo-র ট্যুইট অনুযায়ী, এই ফিচারটি iOS আর অ্যান্ড্রয়েড দুটোর জন্য লঞ্চ করবে। তাতে এও বলা হয়েছে যে এখনও এটা কোনও রিলিজ ডেট নিশ্চিত করা হয় নি। এই ফিচারটি এই নুহুরতে ডেভেলপমেন্ট ষ্টেজে রয়েছে। এই ফিচারটি কেমন দেখতে হবে সেটার স্ক্রিনসটো শেয়ার করেছে। সে স্ক্রিনসটটি শেয়ার করা হয়েছে সেটি iOS ভার্সনের।
advertisement
4/5
ব্যবহাকারী যখন হোয়াটসঅ্যাপে ডার্ক মোড অ্যাকটিভেট করবে তখন আউটগোয়িং বাবেলের রঙ অন্য দেখাবে। নতুন ববল রঙটি বর্তমান ববল থেকে কতোটা আলাদা হবে দেখে নিন এই ছবিতে।
advertisement
5/5
যদিও এখনও এটা জানা যায়নি যে এর পিছনে হোয়াটসঅ্যাপের কোনও নির্দিষ্ট কারণ আছে কিনা বা এই রঙ পরিবর্তনের কারণই বা কী সেটা এখনও জানা যার নি। ব্লগে এটাও বলে হয়েছে যে এও হতে পারে যে আগামী সময় হোয়াটসঅ্যাপ আরও নতুন নতুন রঙের বাবেল আনতে পারে।