WhatsApp New Feature : গোপন মেসেজ এবার চোখের আড়ালে! WhatsApp-এ পড়বে তালা, নতুন ফিচারে দারুণ উপকার! জানুন কীভাবে
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
WhatsApp New Feature : এটি ইউজারদের কথোপকথনের তালিকা অ্যাক্সেস করার জন্য একটি পাসওয়ার্ডের অনুরোধ করে। কীভাবে, এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।
advertisement
1/9

WhatsApp গ্রাহকদের সুরক্ষার জন্য নিয়ে আসতে চলেছে আরও একটি নতুন ফিচার। মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন WhatsApp এখন ওয়েব/ডেস্কটপের জন্য একটি নতুন স্ক্রিন লক ফিচার প্রকাশ করছে।
advertisement
2/9
এই ফিচারের ফলে ইউজাররা পাসওয়ার্ড দিয়ে নিজেদের অ্যাকাউন্ট আরও বেশি সুরক্ষিত করতে পারবেন। WABetaInfo-এর রিপোর্ট অনুযায়ী যখন WhatsApp-এর এই ফিচার ঘোষণা করা হয়, তখন এটি এটি বিটা টেস্টারদের জন্য প্রস্তুত ছিল না।
advertisement
3/9
দীর্ঘ সময়ের পরীক্ষার পর, অ্যাপটি এখন কিছু বিটা টেস্টারদের জন্য এই ফিচার প্রকাশ করছে। যাঁরা WhatsApp ওয়েবের সর্বশেষ সংস্করণ ব্যবহার করেন, তাঁরা এর সুবিধা পাবেন।
advertisement
4/9
স্ক্রিনশটে দেখানো হয়েছে যে, স্ক্রিন লক ফিচার ব্যবহার করে WhatsApp ওয়েব লক করা হয়েছে। এটি ইউজারদের কথোপকথনের তালিকা অ্যাক্সেস করার জন্য একটি পাসওয়ার্ডের অনুরোধ করে। কীভাবে, এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।
advertisement
5/9
নিজেদের অ্যাকাউন্টের জন্য এই ফিচার সক্ষম কি না তা খুঁজে বের করতে, ওপেন করতে হবে Settings > Privacy অপশন। যদি ফিচারটি সেই অ্যাকাউন্টে উপলব্ধ থাকে, তাহলে ইউজাররা এখানে একটি স্ক্রিন লক এন্ট্রি পয়েন্ট দেখতে পাবেন৷
advertisement
6/9
এরপর তা অ্যাকটিভ করা হলে, ওয়েব অ্যাপ আনলক করতে ইউজারদের একটি পাসওয়ার্ড লিখতে হবে। ইউজারদের কখন পাসওয়ার্ড দিয়ে অনুরোধ করা উচিত, সেই সময় বেছে নিয়ে এই ফিচার কনফিগার করাও সম্ভব।
advertisement
7/9
কেউ পাসওয়ার্ড ভুলে গেলে, তাঁকে WhatsApp ওয়েব থেকে লগ আউট করতে হবে এবং QR কোড স্ক্যান করে আবার লগ ইন করতে হবে।
advertisement
8/9
এই ফিচার চালু থাকলে, কেউ কারও অনুপস্থিতিতে কারও কম্পিউটার অ্যাক্সেস করলেও, পাসওয়ার্ড না দিয়ে চ্যাট এবং বার্তাগুলি দেখতে সক্ষম হবেন না।
advertisement
9/9
এছাড়াও স্ক্রিন লক করা অবস্থায় পুশ নোটিফিকেশন দেখা যাবে না। এটি ইউজারদের তাঁদের কথোপকথন গোপন রাখতে এবং অন্যদের তাঁদের ব্যক্তিগত তথ্য দেখা থেকে বিরত রাখতে সহায়তা করবে।