WhatsApp Feature Update: বড়সড় চমক নিয়ে তৈরি WhatsApp, কলিং-সহ একাধিক ক্ষেত্রে নতুন ফিচার! কী কী সুবিধা মিলবে?
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
WhatsApp Feature Updates: চলতি এপ্রিলেই ইউজারদের জন্য বেশ কিছু নতুন আপডেট আসছে WhatsApp-এ। নির্দিষ্ট করে বললে কিছু কলিং আর চ্যাট ফিচার। সেগুলো কী, এক ঝলকে দেখে নেওয়া যাক!
advertisement
1/10

মেসেজিং প্ল্যাটফর্মের মজাই এই- তা নিত্যনতুন আপডেট এনে মন ভরিয়ে রাখে ইউজারদের। তবে, WhatsApp-এর মতো এত ঘন ঘন আপডেট আর কোনও মেসেজিং প্ল্যাটফর্মে পাওয়া যায় না। সেই জন্যই বছরের পর বছর ধরে ইউজারদের প্রথম পছন্দ হয়ে থেকে যাচ্ছে মেটা মালিকানাধীন এই অ্যাপ। চলতি এপ্রিলেই ইউজারদের জন্য বেশ কিছু নতুন আপডেট আসছে WhatsApp-এ। নির্দিষ্ট করে বললে কিছু কলিং আর চ্যাট ফিচার। সেগুলো কী, এক ঝলকে দেখে নেওয়া যাক!
advertisement
2/10
WhatsApp New Chat Feature: ১. WhatsApp জানিয়েছে'অনলাইন' লেখা এখন এখন গ্রুপ চ্যাটেও কাজ করছে। রিয়েল-টাইমেই দেখা যাবে কতজন লোক 'অনলাইন' আছেন, এটা থাকবে ঠিক গ্রুপের নামের নীচে।
advertisement
3/10
২. গ্রুপগুলোর জন্য আরেকটি বড় আপডেট হল হাইলাইট নোটিফিকেশন। WhatsApp বলছে, @mention ট্যাগ ব্যবহার করে তা করা যাবে। তাতে নির্দিষ্ট ইউজারদের বেছে একটা গ্রুপে নোটিফিকেশন হাইলাইট করে রাখা যাবে।
advertisement
4/10
৩. WhatsApp এবার ইউজারদের ওয়ান-টু-ওয়ান চ্যাটের জন্যও একটি ইভেন্ট তৈরি করতে দেবে। শুধু তাই নয়, ইভেন্টের RSVP-র লক্ষ্যে আরও একজনকে অ্যাড করার এবং চ্যাট পিন করার সুযোগ দেবে।
advertisement
5/10
৪. অন্য ইউজারের রিয়্যাকশনও এখন আগের চেয়ে দ্রুত দেখা যাবে এবং ইউজার যাঁকে রিয়্যাকশন পাঠাতে চান তা ট্যাপও করতে পারবেন।
advertisement
6/10
৫. আইফোনে ক্যামস্ক্যানার অ্যাপের প্রয়োজন ফুরোল! WhatsApp মেসেজিং অ্যাপের মধ্যেই ডকুমেন্ট স্ক্যান করতে এবং পাঠাতে দেবে। অ্যাটাচমেন্ট ট্রে থেকে কেবল 'স্ক্যান ডকুমেন্ট' নির্বাচন করতে হবে এবং ডকুমেন্টটি স্ক্যান, ক্রপ এবং সেভ করার জন্য ধাপগুলো অনুসরণ করে যেতে হবে।
advertisement
7/10
WhatsApp New Calling Feature: ১. এখন ইউজার নতুন কল করার জন্য, কল লিঙ্ক শেয়ার করার জন্য এবং কল হিস্টরি ম্যানেজ করার জন্য একটি ডেডিকেটেড ট্যাব পাবেন, সব কিছুই থাকবে এক জায়গায়।
advertisement
8/10
২. ভিডিও কলের জন্য WhatsApp iPhone ইউজাররা অপর ব্যক্তিকে আরও কাছ থেকে দেখার জন্য পিঞ্চ-টু-জুম করতে পারবেন।
advertisement
9/10
৩. ভিডিওর উপর জোর দেওয়ার পাশাপাশি, WhatsApp ভিডিও কলগুলিকে আরও নির্ভরযোগ্য এবং উচ্চমানের করার জন্য প্রযুক্তি আপগ্রেড করেছে। এটি এখন নেটওয়ার্ক ক্ষমতা বিশ্লেষণ করে ভিডিও কলটি যাতে বিঘ্নিত না হয় তা নিশ্চিত করবে, কানেকশন শক্তিশালী হলে HD মানেও নিয়ে যাবে।
advertisement
10/10
৪. WhatsApp চ্যাট থ্রেড থেকে সরাসরি চলছে এমন ওয়ান-টু-ওয়ান কলেও অন্যকে অ্যাড করতে দেবে, উপরে কল আইকনে ট্যাপ করে 'অ্যাড টু কল' কেবল বেছে নিলেই হল!