TRENDING:

WhatsApp: গান করেও শেয়ার করা যাবে WhatsApp স্টেটাসে, আসছে মজার ফিচার

Last Updated:
WhatsApp: হোয়াটসঅ্যাপ গ্রাহকদের বহুদিনের দাবি ছিল স্টেটাসে ভয়েস মেসেজ কিংবা ভয়েস নোট শেয়ার করা।
advertisement
1/6
গান করেও শেয়ার করা যাবে WhatsApp স্টেটাসে, আসছে মজার ফিচার
অবশেষে হোয়াটসঅ্যাপ গ্রাহকের অনেকদিনের দাবি এবার মিটতে চলেছে। হোয়াটসঅ্যাপ গ্রাহকদের বহুদিনের দাবি ছিল স্টেটাসে ভয়েস মেসেজ কিংবা ভয়েস নোট শেয়ার করা।
advertisement
2/6
গত বছর সেপ্টেম্বরে এ বিষয়ে প্রথম একটি আপডেট সামনে আসে। তখন জানানো হয়েছিল বিটা ইউজাররা আপাতত পরীক্ষামূলক ভাবে এই ফিচার পেয়েছেন।
advertisement
3/6
তবে এখন জানা যাচ্ছে, হোয়াটসঅ্যাপের পরবর্তী আপডেটে এই ফিচারটি নিয়ে আসা হতে পারে। তবে সেটি সীমিত সংখ্যক গ্রাহকদের জন্য।
advertisement
4/6
ভিডিও-র মতো অডিও ৩০ সেকেন্ডের জন্য শেয়ার করা যাবে। ২৪ ঘণ্টা পরে নিজে থেকেই সেই স্টেটাস মুছে যাবে।
advertisement
5/6
কোনও গ্রাহক চাইলে প্রাইভেসি সেটিংসে পরিবর্তন এনেও এই ফিচার ব্যবহার করতে পারবেন। এখনও এই ফিচারের বিষয়ে বিস্তারিত ভাবে কিছু বলা হয়নি।
advertisement
6/6
জানা যাচ্ছে, হোয়াটসঅ্যাপের পরবর্তী আপেডেটই সম্ভবত কিছু সংখ্যক গ্রাহকদের জন্য এই ফিচার দেওয়া হতে পারে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
WhatsApp: গান করেও শেয়ার করা যাবে WhatsApp স্টেটাসে, আসছে মজার ফিচার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল