WhatsApp Update: নিজের মতো সাজাতে পারবেন WhatsApp! কী ফিচার্স আসছে? জেনে নিন
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Ananya Chakraborty
Last Updated:
WhatsApp Update: ইউজাররা এখন পছন্দসই থিমে নিজের চ্যাট কাস্টমাইজ করতে পারবেন। বদলে ফেলা যাবে চ্যাটের পুরো চেহারাই।
advertisement
1/8

চ্যাটের মজা এখন দ্বিগুণ। কোথা দিয়ে যে ঘণ্টার পর ঘণ্টা কেটে যাবে বুঝতেও পারবেন না ইউজাররা। কারণ নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। সেটা হল কাস্টমাইজড চ্যাট থিম। ইউজাররা এখন পছন্দসই থিমে নিজের চ্যাট কাস্টমাইজ করতে পারবেন। বদলে ফেলা যাবে চ্যাটের পুরো চেহারাই।
advertisement
2/8
হোয়াটসঅ্যাপ সংক্রান্ত নিত্যনতুন খবরাখবর দেয় WABetaInfo। তারা জানিয়েছে, কাস্টমাইজড চ্যাট থিম ফিচার নিয়ে পরীক্ষানিরীক্ষা চলছে। এই ফিচার ব্যবহারের জন্য খুব শীঘ্রই বিটা ইউজারদের কাছে পৌঁছে যাবে।
advertisement
3/8
এই নতুন ফিচারে ইউজাররা একাধিক থিম পাবেন। সেখান থেকে চ্যাট বাবল এবং ওয়ালপেপারের জন্য পছন্দের রঙ বেছে নিতে পারবেন তাঁরা। মেসেজ বাবল এবং ওয়ালপেপারের বিভিন্ন রঙের বিভিন্ন থিমও ব্যবহার করা যাবে। সব মিলিয়ে ইউজারদের কাছে নতুন চেহারায় হাজির হবে হোয়াটসঅ্যাপ।
advertisement
4/8
কাস্টমাইজড চ্যাট থিম চালু হয়ে গেলে ইউজার থিম সেট থেকে পছন্দের রঙে চ্যাট বাবল এবং ওয়ালপেপার বাছার পর চ্যাট ইন্টারফেস কাস্টমাইজড করতে পারবেন। যদিও এই নতুন কাস্টমাইজড টুল নিয়ে এখনও কাজ চলছে। তবে অ্যান্ড্রয়েডের লেটেস্ট 2.24.20.12 আপডেটে এই ফিচার ইতিমধ্যে চালু হয়েছে।
advertisement
5/8
ফিচারের ইন্টারফেসের একটি স্ক্রিনশট শেয়ার করেছে WABetaInfo। জানা গিয়েছে, এই আপডেটে হোয়াটসঅ্যাপ ১১টি ডিফল্ট চ্যাট থিম ডিজাইন করেছে। ডার্ক থিমেও এগুলি মিলবে। চ্যাটের লুক এবং ফিল সম্পূর্ণরূপে কাস্টমাইজড করতে পারবেন ইউজার।
advertisement
6/8
বিশেষ করে যাঁরা ডার্ক থিম ব্যবহার করেন, তাঁরা এখন থেকে ব্রাইটনেস ঠিক করতে পারবেন। অর্থাৎ কম আলোতেও আরামদায়ক দেখার সুবিধা প্রদান করবে এই ফিচার।
advertisement
7/8
প্রতিটি থিমের নিজস্ব ওয়ালপেপার রয়েছে। ফলে ইউজার যখন একটি থিম বাছবেন তখন ওয়ালপেপার এবং চ্যাট বাবলের রঙ সেই অনুযায়ী বদলে যাবে। তবে ইউজার চাইলে মেসেজ বাবলের রঙ এক রেখে ওয়ালপেপার বদলে ফেলতেও পারবেন।
advertisement
8/8
কাস্টমাইজেশনের এই বাড়তি ফিচার ইউজারের চ্যাটের চেহারা উন্নত করার দিকেই ফোকাস করেছে। সঙ্গে মেসেজিং ইন্টারফেসের ভিজ্যুয়ালের উপর আরও বেশি নিয়ন্ত্রণ দেবে ইউজারকে।