WhatsApp Update: একটা ফোনে দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, থার্ড পার্টি অ্যাপের দরকার নেই, দেখে নিন কীভাবে স্যুইচ করবেন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Reported by:Trending Desk
Last Updated:
WhatsApp Update: এত দিন পর্যন্ত দুটো WhatsApp অ্যাকাউন্ট হয় আলাদা আলাদা ফোনে রাখতে হত, নয়তো একই ফোনে দুটো WhatsApp অ্যাকাউন্ট রাখতে হলে প্রয়োজন হত থার্ড পার্টি অ্যাপের। এখন সেই দিন ফুরিয়েছে।
advertisement
1/8

সত্যি বলতে কী, যত দিন যাচ্ছে, ইউজারদের চাহিদাও তত বাড়ছে। প্রথম যখন WhatsApp বাজারে এল, সবার ফোনে থাকত একটাই অ্যাকাউন্ট। অনেকে কলিংয়ের জন্য একটা নম্বর আর WhatsApp ব্যবহারের জন্য আরেকটা নম্বর রাখতেন- এখনও রাখেন! এর পরের ধাপেই প্রয়োজন দেখা দিল একই ব্যক্তির দুই WhatsApp অ্যাকাউন্টের।
advertisement
2/8
তা, এটাকে খুব একটা অযৌক্তিক কিছু কিন্তু বলা যাবে না। আসলে, এর মূলে রয়েছে Meta মালিকানাধীন এই অ্যাপের বহুমুখি উপযোগিতা। WhatsApp যে ভাবে প্রতিনিয়ত নিজেকে আপডেট করে চলে, তেমনটা আর কোনও মেসেজিং প্ল্যাটফর্মে দেখা যায় না। ফলে, সবারই দরকার হয় WhatsApp।
advertisement
3/8
সব অফিসেই এখন একটা WhatsApp গ্রুপ থাকে। অতএব, কেউ চাইলে ব্যক্তিগত ব্যবহারের জন্য একটা আর অফিসের কাজের জন্য একটা আলাদা আলাদা WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করতেই পারেন। যাঁদের বিজনেস অ্যাকাউন্ট আছে, তাঁদের তো দুটো WhatsApp অ্যাকাউন্টের দরকার আরও বেশি করে পড়বে।
advertisement
4/8
এত দিন পর্যন্ত দুটো WhatsApp অ্যাকাউন্ট হয় আলাদা আলাদা ফোনে রাখতে হত, নয়তো একই ফোনে দুটো WhatsApp অ্যাকাউন্ট রাখতে হলে প্রয়োজন হত থার্ড পার্টি অ্যাপের। এখন সেই দিন ফুরিয়েছে। WhatsApp নিজেই ইউজারদের এক ফোনে দুটো অ্যাকাউন্ট রাখতে দেয়, তার মধ্যে ইচ্ছামতো স্যুইচও করা যায়। কীভাবে, সেটা এবার দেখে নেওয়া যাক।
advertisement
5/8
১। ফোনে WhatsApp খুলতে হবে ২। উপরে ডান কোণে তিন ডট-এ ট্যাপ করতে হবে ৩। Settings-এ গিয়ে Account অপশন বেছে নিতে হবে ৪। Add Account-এ ট্যাপ করতে হবে ৫। শর্তাবলী Agree করে Continue ট্যাপ করতে হবে ৬। এবার আরেকটা নম্বর দিয়ে দ্বিতীয় অ্যাকাউন্ট সেট করতে হবে।
advertisement
6/8
দ্বিতীয় অ্যাকাউন্ট অ্যাড তো হয়ে গেল, এবার দুটো অ্যাকাউন্টের মধ্যে কীভাবে স্যুইচ করতে হয়, সেটাও দেখে নেওয়া যাক!
advertisement
7/8
১। ফোনে WhatsApp খুলতে হবে ২। উপরে ডান কোণে তিন ডট-এ ট্যাপ করতে হবে ৩। Switch Accounts-এ ট্যাপ করতে হবে ৩ ৪রফেভচ ৪। যে অ্যাকাউন্টে যাওয়া দরকার, সেটা বেছে নিলেই হল!
advertisement
8/8
এই ভাবে একই ফোনে দুই WhatsApp অ্যাকাউন্ট সক্রিয় রাখা যায়। WhatsApp এখন এই ইনবিল্ড ফিচারের সুবিধা ইউজারদের দিচ্ছে। দুটো অ্যাকাউন্টই একসঙ্গে এতে চালু থাকে, দুটো অ্যাকাউন্টেরই নোটিফিকেশন সময়ে সময়ে ইউজার পেতে থাকেন। এর পর দরকার মতো দুই অ্যাকাউন্টের মধ্যে স্যুইচ করলেই হল!