TRENDING:

WhatsApp Trick: আপনাকে কেউ ব্লক করছে কিনা বুঝবেন কী করে

Last Updated:
এই ৫ উপায়ে জেনে নিন কেউ আপনাকে ব্লক করেছে কিনা
advertisement
1/6
WhatsApp Trick: আপনাকে কেউ ব্লক করছে কিনা বুঝবেন কী করে
হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। নিত্য নতুন ফিচার নিয়ে এসে আরও জনপ্রিয় হয়ে উঠছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। ররকম অনেক সময় হয়ে থাকে যে জাদের সঙ্গে আমরা কথা বলতে চাইনা বে তাঁদের মেসেজ পড়তে চাইনা তাঁদের ব্লক করে দিয়ে থাকি। ঠিক তেমনি আপনাকেও কেউ WhatsApp এ ব্লক করে রাখতে পারেন। আর সেটা হয়ে থাকলে সহজে আপনি বুঝতেও পাড়বেন না। কিন্তু এবার এটা জানার উপায় রয়েছে।
advertisement
2/6
কোনও নামের যদি 'লাস্ট সিন’ না দেখা যায় তাহলে তিনি আপনাকে ব্লক করে থাকতে পারেন। তবে তার আগে নিজের সেটিংসে গিয়ে 'লাস্ট সিন’ বন্ধ করা আছে কিনা দেখে নিন। আপনার বন্ধ থাকলে আপনি কারুরই লাস্ট সিন দেখতে পাবেন না
advertisement
3/6
আপনি মসেজ পাঠিইয়ে দেখতে পারেন, যদি ডবল টিক না হয় তবে হয়তো তিনি আপনাকে ব্লক করেছেন। যদিও এটি সম্পূর্ণ নিশ্চয়তার সঙ্গে বলা যায় না কারন সেই ব্যাক্তি ইন্তারনেট কানেকশানের বাইরে থাকলে বা WhatsApp ব্যবহার বন্ধ করে দিলেও এই রকম হতে পারে
advertisement
4/6
হঠাৎ করে যদি কারুর প্রোফাইল ফটো গায়েব হয়ে যায়, তাহলে বুঝবেন তিনি আপনাকে ব্লক করে থাকতে পারেন। তবে তিনি নিজের থেকে প্রোফাইল ফটো ডিলিট কর দিলেও এই ঘটনা ঘটতে পারে।
advertisement
5/6
আপনি চাইলে সেই নম্বরে WhatsApp কল করে দেখতে পারেন। সেই ব্যাক্তি যদি আপনাকে ব্লক করে থাকে তাহলে কল কানেক্ট হবে না
advertisement
6/6
একটি নতুন WhatsApp গ্রুপ ওপেন করে তাতে নম্বরটিকে অ্যাড করুন। সেই ব্যাক্তি যদি আপনাকে ব্লক করে থাকেন তবে নতুন গ্রুপ ক্রিয়েটের সময় "you are not authorized to add this contact," এর মেসেজ দেবে। আর এর অর্থ সেই ব্যাক্তি আপনাকে WhatsApp এ ব্লক করে রেখেছেন।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
WhatsApp Trick: আপনাকে কেউ ব্লক করছে কিনা বুঝবেন কী করে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল