TRENDING:

WhatsApp-এ খুব তাড়াতাড়ি আসছে নতুন এই নিয়ম, দেখে নিন আপনার লাভটা কোথায় হবে?

Last Updated:
এক নজরে দেখে নেওয়া যাক এই ফিচার কীভাবে কাজ করবে।
advertisement
1/9
WhatsApp-এ খুব তাড়াতাড়ি আসছে নতুন এই নিয়ম, দেখে নিন আপনার লাভটা কোথায় হবে?
সারা বিশ্বে সবথেকে জনপ্রিয় অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম হল WhatsApp। WhatsApp হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের জন্য অ্যাপটিকে সুরক্ষিত রাখতে বিভিন্ন নিরাপত্তা ফিচার চালু করছে। এর আগে কয়েকদিনের মধ্যেই WhatsApp অ্যাপটিতে চ্যাট লক, অ্যাকাউন্ট সুরক্ষা এবং ডিভাইস যাচাইকরণের মতো ফিচারগুলি চালু করা হয়েছে।
advertisement
2/9
এখন WhatsApp প্ল্যাটফর্মটি ই-মেল ঠিকানা যাচাইকরণ চালু করে তার সুরক্ষা ফিচারগুলিকে উন্নত করতে কাজ করছে। আগে যাচাইকরণ শুধুমাত্র এসএমএসের মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন ব্যবহারকারীরা তাঁদের ই-মেল ঠিকানাতেও যাচাইকরণটি সম্পন্ন করতে সক্ষম হবেন। এক নজরে দেখে নেওয়া যাক WhatsApp-এ ই-মেল অ্যাড্রেস ভেরিফিকেশন ফিচার কীভাবে কাজ করবে।
advertisement
3/9
WhatsApp ই-মেল অ্যাড্রেস ভেরিফিকেশন ফিচার -
advertisement
4/9
WABetaInfo-এর রিপোর্ট অনুসারে WhatsApp ব্যবহারকারীদের তাঁদের WhatsApp অ্যাকাউন্টের মাধ্যমে ই-মেল ঠিকানা প্রমাণীকরণ করতে সক্ষম করবে। এই নতুন ফিচারটি ব্যবহারকারীদের তাঁদের রেজিস্টারড ই-মেল ঠিকানায় ৬-সংখ্যার যাচাইকরণ কোড পেতে সক্ষম করবে।
advertisement
5/9
নতুন যাচাইকরণ ফিচারটি চালু করা হবে, যাতে লোকেরা সহজেই তাঁদের WhatsApp অ্যাকাউন্টে লগ ইন করতে পারেন, যখন তাঁরা সেলুলার নেটওয়ার্ক সমস্যার সম্মুখীন হন এবং এসএমএসের মাধ্যমে কোড গ্রহণ করতে পারেন না।
advertisement
6/9
WhatsApp ইতিমধ্যে ২৩.২৪.৭০ আপডেটে iOS ব্যবহারকারীদের জন্য ফিচারটি প্রকাশ করেছে। আইফোন ব্যবহারকারীরা আরও নিরাপত্তার জন্য তাঁদের অ্যাপ স্টোরের মাধ্যমে আপডেট ডাউনলোড করতে পারেন। কেউ যদি WhatsApp-এ নিজেদের ই-মেল ঠিকানা যোগ করতে চান, তাহলে নিজেদের ফোনে WhatsApp ওপেন করতে হবে এবং নিজেদের প্রোফাইলে যেতে হবে।
advertisement
7/9
সেখানে “Account menu” অপশনে যেতে হবে এবং তারপর প্রমাণীকরণের জন্য কেবল ই-মেলের ঠিকানা সিলেক্ট করতে হবে৷ এই বিষয়ে মনে রাখতে হবে যে, WhatsApp ই-মেল অ্যাড্রেস ভেরিফিকেশন হল ইউজারদের অ্যাকাউন্টে লগ ইন করার একটি বিকল্প, যখন তাঁরা SMS-এর মাধ্যমে ৬-সংখ্যার যাচাইকরণ কোড পেতে অক্ষম হন৷
advertisement
8/9
WhatsApp সকলের জন্য এই ফিচারটি চালু করতে চলেছে। তাই কোনও ইউজার যদি এখন WhatsApp-এ ই-মেল অ্যাড্রেস ভেরিফিকেশন ফিচার দেখতে না পান, তাহলে রোলআউটটি সবার জন্য সক্রিয় না হওয়া পর্যন্ত কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে।
advertisement
9/9
এই ফিচারটি ইতিমধ্যেই আইফোন ব্যবহারকারীদের জন্য উপলব্ধ এবং তাঁরা অ্যাপ স্টোরের মাধ্যমে সাম্প্রতিক আপডেটটি ডাউনলোড করতে পারেন। এরই মধ্যে 9To5Google রিপোর্ট করেছে যে WhatsApp ইউজারনেম আনার জন্য কাজ করছে, যাতে ব্যবহারকারীদের ফোন নম্বর শেয়ার করতে না হয়। কিন্তু, এই ফিচারটি এখনও প্রকাশ করা হয়নি।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
WhatsApp-এ খুব তাড়াতাড়ি আসছে নতুন এই নিয়ম, দেখে নিন আপনার লাভটা কোথায় হবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল